আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া-মাসি-পিসি

lalshapla

ছড়া- মাসি-পিসি হাসনাত মুহঃ আনোয়ার ঘুম পাড়ানি মাসি-পিসী আড়ি দিলাম,--আড়ি ঘুম পাড়িয়ে নিয়ে গেছো মায়ের মসলিন শাড়ি। ফারাককা-তে বাঁধ দিয়েছো ঘুম পাড়িয়ে মোদের বাবা আমার ফতুর হলেন শুধিতে ঋণ সুদের। তালপট্টি দ্বীপ দখল নিলে ঘুম পাড়ানি গেয়ে আছেন মোদের পুতুল নবাব দেখেন চেয়ে চেয়ে। বঙ্গোপসাগরের পানি তোমরা বলো জল ঘুম পাড়ানী গান গেয়ে তাও নিতে চাও দখল। টিপাই মূখে বাঁধ দিতে চাও মারতে সিলেট বাসী মিডিয়া ও কয়না কিছু যেন খোদার খাসী সাংবাদিকরা ব্যস্ত আছেন ঘাতক দালাল নিয়ে টিপাই নিয়ে কন না কিছু দিছো ঘুম পাড়িয়ে? সীমান্তে হয় শত খুন তাদের মূখে কুলুপ অতীত নিয়ে আন্দোলন 'আজ'কে নিয়ে চুপ ! ডিজিটাল ঘষেটি বেগম ট্রানজিট দিতে চান খবরদার ইতি দাও এই-সর্ব নাশা গান। বাটাভরা মিলবেনা পান গালভরে যে খাবে মাসি-পিসী বলো কখন বাংলা ছেড়ে যাবে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।