আমাদের কথা খুঁজে নিন

   

হত্যাকারি-ধর্ষকদের ক্ষমা করুন, কিন্তু , , ,



আপনি মহৎ ব্যক্তি আর তাই ৭১-এ পালিয়ে যাওয়া বাবার হত্যাকারি, মায়ের সম্ভ্রম হরণকারিকে মহামাণবীয় সত্বায় সহজেই ক্ষমা করে দিয়ে আপনার অতিকায় হহৃদয়কে আরও মহিমান্বিত করার প্রয়াসে মর্মাহত হলেও দেশের বিধানমতে রক্ষিত ব্যক্তিস্বাধীণতায় শ্রদ্ধা রেখে আমরা মুখ বুজে পড়ে থাকি, , , , , , এটি আমাদের সাশ্বত বাঙালিয়ানা তথা মন-মগজে স্বাধীণতার অফুরন্ত শক্তির প্রকাশ। সেই পালিয়ে যাওয়া অন্যায়কারিরা যারা অনুতপ্ত হয়না, নিরাশ হবেনা আমাদের পাশে দাঁড়ানোর পথে চেয়ে যদি তারা কখনও মানবতার কঠিন সময়ে উপনীত হয়, ওরা আমাদেরই প্রতিবেশী । কিন্তু আমাদের বাবার হত্যাকারি, মায়ের সম্ভ্রম হরণকারির কোন সুখের দিনে বিজয় উল্লাসে ফেঁটে পড়বেন, এ নিষ্ঠুর একাত্বতাও আমাদের সহজভাবে গ্রহণ করতে বললে এ দেশের স্বাধীণতা, সার্বভৌমত্বের জন্যে যাঁরা আত্বত্যাগ করেছেন তাঁদের রক্তে রচিত লাল রং এর বৃত্তে খচিত পতাকাকে অর্থবহ ভাবতে শঙ্কিত হই। এ শঙ্কা আমাদের সংগ্রামী-দূরন্ত করে বার বার, আমাদেরকে ক্রোধান্বিত করে, মনে হয় কে বা কারা আমাদের স্বাধীণতার অফুরন্ত শক্তি নিঃশেষ করতে চাইছে। আমরা কি প্রতিজ্ঞা করতে পারিনা, "আমাদের জাতীয়তার ন্যুনতম স্বকীয়তাবোধ বর্তমান থাকা পর্যন্ত এ মাটিকে শত্রুমুক্ত করার প্রয়াসে অকাতরে ঢেলে দেওয়া আর একটিমাত্র রক্তবিন্দুকেও ব্যর্থ হতে দেবনা।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।