আমাদের কথা খুঁজে নিন

   

পাইছি!!!!!!!!!!!!!কি???????????????



রাতুলের ঘুম ভাংলো খুব দেরিতে। সকালে উঠতে পারে নি বলে ক্লাসে যেতে পারে নি। সে বুয়েট এ পড়ে। থাকে নজরুল ইসলাম হল এ। সারা রাত ফেসবুক এ চেট করেছে বলে সকাল এ উঠতে লেট হয়ে গেছে।

তার friend মুহিব আসলো ক্লাস শেষ করে। sessional ক্লাস আছে বলে তারা আবার বের হলো campus এর উদ্দেশে। হঠাত Ahsanullah হল এর সামনে কাক তার মাথা target করলো। রাতুল : পাইছি!!!!!!!!!!! মুহিব : কি??????????????????? রাতুল:না ,এটা কি হলো?আজকের দিনটাই মাটি। বিকালে মুহিব দেখলো রাতুল এর ফেসবুক status "কাক মাথা্য় এটা কি করলো?" মুহিব তখন সকালে রাতুল এর পাইছি কথার মানে বুঝলো...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।