আমাদের কথা খুঁজে নিন

   

*** মুর্শিদের অমূল্য বাণী ৫০ টি***

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

*** শুধু মাত্র বিশ্বাসীদের জন্য*** ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম 1- যত অল্পে তুষ্ট থাকবে, ততই মানসিক স্বাধীনতা ভোগ করতে সক্কম হবে। 2- ক্রোধ মনুষত্বের আলোক শিখা নিরবাপিত করে দেয়। 3- আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রাখাটাই প্রকৃত কর্মী পুরুষের পরিচায়ক। 4- আদবই তাছাউফের মুল বস্তু মানে পুঙ্খানুপুখরুপে কোরআন ও হাদিসের রীতি-নীতি অনুসরণ করাই প্রকৃত দরবেশী। 5- এই তিনটিকে পবিত্র রাখুন-শরীর, পোশাক ও আত্মা।

6- টেস্ট করে দেখ অনেক মানুষই বিষধর জন্তুর চেয়ে কম হিংস্র নয়। 7- হামেশা জেকের ব্যতীত আল্লাহ্‌র নৈকট্য কেউ লাভ করতে পারেনা। 8- মুখ যদি ঠিক হয়ে যায় তবে আত্মা ও সংশোধন হয়ে যায়। 9- ক্রোদের সর্বোত্তম চিকিতস্যা হচ্ছে নিরবতা। 10- তিনটি বস্তুই প্রকৃত সম্পদ।

বিদ্যা,ভদ্রতা এবং এবাদত। 11- মানুষের সঙে কথা কম বলে সৃষ্টিকর্তার সঙে বেশি কথা বলার চেষ্টা কর। 12- মহব্বতের সহিত মুর্শিদের চেহারা মুবারক দর্শনে পাপ মোচন হয়। 13- এমন এবাদত কর যা দ্বারা আত্মিক সাধ আনুভব করতে পার। দুনিয়ার জীবনে যে এবাদতে স্বাদ নাই আখেরাতে তা দ্বারা কতটুকু ফায়দা হবে।

14- সব কিছুরই স্বাভাবিক পরিবর্তন আছে। কিন্তু সভাবের কোন পরিবর্তন হয় না। 15- বুদ্ধিমানের সংসারি জীবন বোকার দরবেশীর চেয়ে উত্তম। 16- আত্মাশুদ্ধ করা প্রত্যেক নরনারীর জন্য আদর্শ ফরজ। 17- এলমে তাসাউফ দ্বারা আমাদের আত্মার উন্নতি ও অবনতি বিষয়ে জানা যায়।

18- আল্লাহ তায়ালাকে মহব্বত কর কেন না তিনি তোমাদিগকে ভালবাসেন। 19- ঝগড়া চরমে পৌছার আগেই থেমে যাও। 20- দুষ্ট লোককে তার দুষ্টামিই গ্রাস করবে। আপন পাপ রশিতেই সে বাঁধা পড়বে। 21- যাকে ঘৃণা করবে তাকে ভয় ও করবে।

22- অন্যকে সম্মান করতে শিখ। এর দ্বারা সকলের সাথেই বন্দুত্তের বন্ধন সুদৃঢ় হবে। 23- যে ব্যক্তি পাপের মত পুন্যকেও গোপন রাখে সেই খাটি লক। 24- মুরিদের পক্কে পীরের উপস্থিতি অনুপস্থিতি উভয় অবস্থা একই প্রকার খেদমত হওয়া উচিত। 25- গীবত করা আর মরা ভাইয়ের গোস্ত খাওয়া একই কথা।

26- কারো নাম যশ শুনেই বিভ্রান্ত হইও না। 27- সর্বদা জেকের করলে শয়তান দূরে থাকে এবং কবর আজাব হয় না ও জাহান্নাম হইতে নাজাত পাওয়া যাইব। 28- উপবাস আল্লাহ্‌ তায়ালার স্বভাব। আল্লাহ্‌ তায়ালার প্রিয় প্রেমিকগণ এই উপবাস দ্বারা ইবাদত সাধনার শক্তি লাভ করেন। 29- মুরিদের কাছে সবছেয়ে কঠিন কাজ হল বিপরীত মনভাপন্ন লোকের সঙে উঠা বসা করা।

30- এমন ইবাদত কর যা দ্বারা আত্মিক স্বাদ অনুভব করতে পার। দুনিয়ার জীবনে যে ইবাদতে স্বাদ নাই আখেরাতে তা দ্বারা কতটুকু ফায়দা হবে। 31- খেদমতে দেহের জ্যোতি এবং বিশ্বাসে প্রানের জ্যোতি বাড়ে। 32- যে নামাজ মানুষকে পাপের কাজ থেকে বিরত রাখেনা, সে নামাজ নামাজ নামাজ-ই নহে। 33- দিলের কাকুতি মিনুতি ও ভয়ের সহিত সকাল বিকাল মাঝামাঝি শব্দে তোমার প্রতিপালকের জেকের কর; গাফেলগনের সামিল হই ও না।

34- হে মোমিনগন আল্লাহ্‌কে ভয় কর। ছাদেকীনের সঙ্গ লাভ কর। 35- যাহারা তাহার প্রভুকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকাল ডাকিয়া থাকে তোমাদের আত্মাকে তাহাদের সঙে রাখ। 36- আল্লাহ্‌ তায়ালা বলেন, বড়ত্ব গর্ভ ও অহমিকা আমারই, আর ক্ষমতা আমার গোপনীয় ব্যাপার। 37- আজিজী ব্যতীত মহব্বত পয়দা হয়না।

38- নিচ্ছয় জানিও আল্লাহর নিকট কার্জের ফলাফল মানুষের নিয়তানুসারে হয়ে থাকে। 39- আল্লাহ্‌র নৈকট্য লাভের জন্য উছিলা অন্বেষণ কর, এবং তাহার রাস্তায় পরিশ্রম কর, তা হলে মুক্তি লাভ করবে। 40- নামাজ কায়েম করুন। 41- আল্লাহ্‌ তায়ালা বলেন যে আমার জিকির হতে বিমুখ থাকবে তার জীবন বিড়ম্বনাময় এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব। 42- প্রত্যেক নিঃশ্বাস খেয়াল কালবের ভিতর ডুবিয়া রাখ আর না হালকা হওয়ার ভয় আছে।

43- তরিকত শিক্ষা বা মোরাকাবার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে লাভ করা। 44- নির্জনতাকে পছন্দ করা এবং গোপনে ইবাদত করা, এই দুইটি কাজ খাটি আবেদের লক্ষণ। 45-সের উপর ছবর করতে সক্ষম ব্যক্তিই মানব জাতির মধ্যে সবছেয়ে অধিক অগ্রগামি। 46- যে ব্যক্তি জীবনে একবারও নিজের অন্তরে খোদাকে হাজির পেয়েছে, সেই ব্যক্তিই প্রকৃত সুখী। 47- এক মুহর ত কোন কামেল অলীর সংসর্গে থাকা একশত বছর বেরিয়া বন্দিগী হতে উত্তম।

48- বিপদে তীরের লক্ষ্যস্থল হয়ে উঃ শব্দ না করাই প্রকৃত ছবর। 49- যে ব্যক্তি লোভ ত্যাগ করে অল্পে তুষ্টি অবলম্বন করে সে ইজ্জত এবং মনুষ্যত্ব লাভ করে। 50- এশকের ব্যথায় ব্যাথিত ব্যক্তির ঔষধ মাশুকের দীদার ছাড়া আর কিছু নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।