আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন পলাতক জাদুকর

থালা ভর্তি গরম ভাত একমাত্র ন্যায়, আর সবই অন্যায়।

একটি লোককে প্রথমে শেকল দিয়ে আষ্টেপৃষ্টে বাঁধা হলো। শেকল যেন খুলতে না পারে তার জন্য শেকলে তালা দেয়া হলো। তার পর লোকটি ধরাধরি করে ঢুকিয়ে দেয়া হলো পানি ভর্তি একটি বক্সে। চিন্তা করুন ..... আমি আপনি হলে কি হতো।

কিন্তু কয়েক মিনিট পর লোকটি ঠিকই বেরিয়ে এলো মুক্ত অবস্থায়। আসবেনই তো তিনি তো যে সেই লোক নন .... স্বয়ং হ্যারি হুইডনি। যাকে বলা হয় জাদুকরদের জাদুকর। পলায়নের জাদুকে তিনি নিয়ে গিয়েছিলেন অন্য পর্যায়ে। আজ সেই মহান জাদুকরের জন্মদিন।

জন্মদিনে এ মহান জাদুকরের প্রতি গুগলের শ্রদ্ধা। ১৮৭৪ সালের ২৪ মার্চ হাঙ্গেরিতে জন্ম গ্রহণ করেন এরিচ উইচেচ। চার বছর বয়সে মা-বাবা এবং আরো চার ভাইসহ জাহাজে ভেসে চলে আসেন স্বপ্নের দেশ আমেরিকায়। চরম দরিদ্রে কাটে শৈশব। এক স্ট্রীট জাদুকরের জাদু দেখে আকৃষ্ট হন জাদুর প্রতি।

মাত্র ৯ বছর বয়সে নেমে পড়েন স্টেজে। এবং ১৭ বছর বয়সে প্রফেশনাল ম্যাজিশিয়ান হিসেবে জাদু প্রদর্শন করেন এরিচ উইচেচ হ্যারি হুইডনি নামে। পরবর্তী সারা পৃথিবীর মানুষ তাকে এ নামেই চিনেন। বিশেষ ধরনের শেকলে বন্দী হুইডনি। হুইডনি সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন তার পলায়নের ম্যাজিকগুলো প্রদর্শন করে।

পায়ে বেড়ী, হাতে এবং সারা শরীরে শিকল, চেইন জ্যাকেট, বক্স, পানি ভর্তি বাক্স ইত্যাদি থেকে মুক্ত হবার ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করেন লাখ লাখ দর্শককে। তিনি ইংল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, গ্রীস, রাশিয়াসহ বহুদেশ সফর করেন। তিনি স্থানীয় পুলিশদের বলতেন তাকে বেড়ী পরিয়ে কোন জেলখানায় আটক রাখতে। তারপর কিছুক্ষণের মধ্যে মুক্ত হয়ে বিস্ময়ে বিমূঢ় করে দিতেন তাদের। সার্বিয়ান একটি প্রিজন ভ্যান থেকে পালিয়ে তিনি তৎকালীন সময়ে ব্যাপক হৈ চৈ ফেলে দেন।

আষ্টেপৃষ্টে বন্দী হুইডনি। ১৯০৪ সালে লন্ডন ডেইলি মিরর নামে একটি পত্রিকা হুইডনিকে চ্যালেন্জ করেন তারা বিশেষ এক ধরনের হ্যান্ডকাপ তৈরী করেছেন যা থেকে মুক্ত হওয়া অসম্ভব। হ্যারি হুইডনি তাদের চ্যালেন্জ গ্রহণ করেন। লন্ডনের হিপোড্রোম থিয়েটার এর সব আসন কানায় কানায় ভর্তি। ৪০০০ সাধারন দর্শকের সাথে ১০০ জন বিভিন্ন পত্রিকার সাংবাদিক।

সবার মধ্যে টান টান উত্তেজনা পারবেনতো হুইডনি। বিশেষ ধরনের হ্যান্ডকাপ বন্দী হুইডনিকে একটা পাতলা চাদরে ঢেকে দেয়া হয়। সময় বয়ে যায় বের হন না হুইডনি। এভাবে প্রায় ৫৬ মিনিট অতিবাহিত হয়। এ সময় হুইডনির স্ত্রী লিজ এসে চুমু দেয় হুইডনির ঠোঁটে।

এবং একঘন্টা দশ মিনিট পর মুক্ত হুইডনিকে দেখতে পান দর্শকরা। উত্তেজনায় ফেটে পড়েন দর্শকরা, পুরো হল মুখরিত হয় হাততালির শব্দে। আর দর্শকদের অভিবাদনে কান্নায় ভেঙ্গে পড়েন হ্যারি। পরে তিনি এক সাক্ষাৎকারে বলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিনতম পলায়ন। (ধারনা করা হয় তার স্ত্রী তাকে চুমু খাওয়ার সময় জীহবার তলে লুকিয়ে হ্যান্ডকাপের চাবি সরবরাহ করেছিলেন।

) হ্যারির অন্যতম জনপ্রিয় জাদু চাইনিজ ওয়াটার টর্চার সেল। ম্যাজিশিয়ান হিসেবে খ্যাতির তুঙ্গে থাকাবস্থায় রুপালী পর্দার জগতেও পা রাখেন হ্যারি হুইডনি। অভিনেতা এবং প্রযোজক হিসেবে। তার অভিনিত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম .. The Master Mystery, The Grim Game, Terror Island, The Man From Beyond ইত্যাদি। হুইডনি অভিনীত একটি মুভির পোস্টার।

এ মহান জাদুকরের মৃত্যুটাও ছিল তার জীবনের মতো রহস্যময়। একদিন তিনি চ্যালেন্জ দেন তিনি তার পেঠে সব ধরনের আঘাত সহ্য করতে পারবেন। জে. গর্ডন হোয়াইটহেড নামে এক ছাত্র তাকে এটা সত্যি কিনা জিজ্ঞেস করলে তিনি হাঁ সূচক মাথা নাড়েন। আর সাথে সাথে (হুইডনি পেঠের পেশী শক্ত করার আগেই) গর্ডন তার পেঠে পরপর তিনটি ঘুষি মারেন। হুইডনির মুখে সামান্য ব্যাথার অনুভুতি লক্ষ্য করা গেলেও তিনি পেঠের পেশী শক্ত করে আরো বেশ কিছু আঘাত সামলান হাসি মুখে।

কিন্তু যা ক্ষতি হবার এরিমধ্যে হয়ে গেছে। মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হয় তার পাকস্থলী। যা পরবর্তীতে ফুটো হয়ে যায়। এ অবস্থায়ও তিনি জাদু প্রদর্শন অব্যাহত রাখেন। ১৯২৬ সালের ২৪ অক্টোবর মিশিগানের একটা হলে জাদু প্রদর্শন শেষে তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন হুইডনি (জাদু প্রদর্শনকালে তার গায়ে জ্বর ছিল ১০৪ ডিগ্রী ফাঃ )।

তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩১ অক্টোবর মাত্র ৫২ বছর বয়সে এ পৃথিবী থেকে চিরকালের মতো পলায়ন করেন হ্যারি হুইডনি। বেচেঁ থাকলে আজ এ মহান জাদুকরের বয়স হতো ১৩৭! তথ্যসূত্র : ১। http://www.thegreatharryhoudini.com ২। http://en.wikipedia.org/wiki/Harry_Houdini ৩। http://www.magictricks.com/houdini


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।