বিশ্বের বুকে স্বগৌরবে
দাঁড়িয়ে মাথা উঁচু করে
জিজ্ঞাসিব আমি বিশ্বকে
চিন কি তুমি মোরে?
জন্ম আমার বঙ্গ দেশে
আমি বীর বাঙ্গালীর সন্তান
জেনে রাখ তুমি আজ থেকে আমি
সইব না আমার মায়ের অপমান
করেছ অনেক সয়েছি অনেক
কিন্তু আর নয়
অন্যায়ের বিরুদ্ধে হবে এবার
ন্যায়ের জয়
আমায় নিয়ে খেলবে তুমি
চুপ থাকব আমি
অত্যাচারের লাঙ্গল চালাবে
সারা দিবস যামী
আমার ঘরে এসে তুমি
শাসন করবে আমায়
তোমার কথা শুনতে হবে
মানতে হবে তোমায়
এমন ভেবে কর না তুমি
আর পাগলামি
এ কথা তুমি ভেব না যে
ছাড়ব তোমায় আমি
বসে আছি থাকতে দাও
তুলিও না আমায়
উঠলে কিন্তু নিব শোধ
কড়ায় গন্ডায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।