আমাদের কথা খুঁজে নিন

   

এই অপরাহ্নে



ছিলাম একসাথে এই দুটি বছর যাব আজ কে কোথা নেই কোনো খবর মনে বলে বন্ধু আজি হয়ো নাকো পর যতদিন আসে নাকো চিতা or কবর খুব ছোট সময় এই দুই বছর কিন্তু তেমন তো নয় আবেগের লহর মিরপুর-মতিঝিল দুই মাথা শহর প্রতিদিন যাই আসি with একে অপর কিন্তু ভাগ্য সে যে এখনো অনড় দু'দিকে যেতে হবে-গাড়ি করে ঘড়ঘড় জানি না দেখব কিনা কাভি এরপর ভাবতেই বুকখানি করে ধরফর জানি আসবে বহুজন নারী আর পর কিন্তু যায় না স্মৃতি ভোলা তারপর কত মজা কত স্মৃতি আছে থরথর খোঁজ যদি না নিছস-দূরে যায়া মর বাড়ি গিয়া FNF এক্ষুনি কর নইলে পোড়ামু তোর বাড়ি আর ঘর। -আমার কলেজ জীবনের শেষদিন লেখা কবিতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।