আমাদের কথা খুঁজে নিন

   

* গ্রামীনফোনের সার্ভিসের বির্পযয়ের কারণ *

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক

অনেকে আজ জিপির নেটওয়ার্ক নিয়া অসন্তুষ্ট ছিলেন। আবার এই সুযোগে অনেকে ফ্রি ইন্টারনেট ও ব্যবহার করছেন। কেন এই অসুবিধা হল তা এখন আপনাদের বলছি। আমরা যখন কাউকে ফোন করি তখন অর্থাৎ যখন কল টা ইস্টাবলিশ হয় তখন এটি প্রথমে নেটওর্য়াকের আওতাভুক্ত দুটি ডিভাইসে হিট করে। এগুলো হচ্ছে ভিএলআর (ভিজিটর লোকেশন রেজিস্টার) এবং এইচএলআর (হোম লোকেশন রেজিস্টার)।

ভি.এল.আর : এর পূর্ণ রূপ হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার। আমরা সকলে এক একটি এরিয়া নেটওর্য়াকের আওতায় থাকি। যেমন : উত্তরা,বনানী,মিরপুর ইত্যাদি। এই ভি.এল.আর রে এক জন গ্রাহকের সিম নাম্বার সহ যাবতীয় তথ্যাদি দেয়া থাকে। এটি একটি অস্থায়ী ডেটাবেজ।

এইচ.এল.আর : এর পূর্ণ রূপ হচ্ছে হোম লোকেশন রেজিস্টার। এতে আপনি যে স্থানে অবস্থান করেন না কেন সেই স্থানের নেটওর্য়াকের নাম প্রদর্শন করে। এটি একটি স্থায়ী ডেটাবেজ। যেমন নকিয়া এন৭৩ বা নকিয়া ৬৩০০ তে নীল রঙের সার্ভিস লাইট প্রদর্শন করে। এর মানে হচ্ছে আপনার মোবাইল প্রতি মূহুর্তে এইচ.এল.আর কে আপনার অবস্থান সম্পর্কে অবহিত করছে।

যেমন আপনি এখন মিরপুরে আছেন তখন আপনার মোবাইলে মিরপুরের নেটওর্য়াক প্রদর্শন করবে। আবার আপনি যদি বনানীতে থাকেন তখন বনানীর নেটওর্য়াক প্রদর্শন করবে। গতকাল আনুমানিক রাত ১১টা বা তার পরে গ্রামীনফোনের ৯ নং এইচ.এল.আর রে ডাটার পরিমাণ অধিক হওয়ার কারণে সেটি আপনা আপনি রিসেট নেয়। যার ফলে আজ কে গ্রামীন ফোনের সার্ভিসের অবস্থা কেরাসিন ছিল। তবে আজ আনুমানিক সকাল ৯ টার দিকে এটি ঠিক হয়ে যায়।

সতর্কতা : এই এইচ.এল.আর এর সাথে ৩টি ব্যাকআপ ডিভাইস থাকে। অর্থাৎ কোন একটি ব্যাক আপ ডিভাইস ফেল করলে বাকি গুলো সার্পোট দিবে। ব্যাক আপ ডিভাইস এর দুটি ভাগ আছে। প্রথমটি হচ্ছে ভয়েস রের্কডার ও পরেরটি হচ্ছে ডাটা রের্কডার। ভয়েসের কথা নাই বা বলি।

কিন্তু ডাটা রের্কডারের কোন ব্যাকআপ সার্ভিস ডাটা ইউজের পরিমাণ দিয়ে দেয় তাহলে সানডে-মানডে সব শেষ । আর যদি ঐ গুলা ও রিসেট হয় তাহলে তো হইছেই কাজ। আপনি কি পরিমাণ ডাটা ব্যবহার করছেন তার হিসাব থাকবে না। আর একটি কথা যদি ব্যাক আপ ডিভাইস ডাটা ইউজের পরিমাণ দিয়ে দেই তাহলে আপনি যে পরিমাণ ডাটা ব্যবহার করছেন তার টাকা কেটে নিবে। যদি টাকা না কাটে তাহলে তো বেঁচে গেলেন।

দয়া করে রিভিউ করেন। কারণ আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম। ধন্যবাদ। পূর্ব প্রকাশ : এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।