ব্যাঙ-চ্যাঙ সম্পর্কে আমার ভাতিজা হয়, খালাত ভাই্য়ের বড় শালার ছেলে.........বড়টার চেহারা পুরাই ব্যাঙের মত হওয়ায় নাম বেঙগু আর ছোটটা কোন চিন্তা ভাবনা ছাড়াই চেঙগু।এই নাম গুলা নিয়া ওদের মায়ের অনেক অভিযোগ থাকলেও কেউ কোনদিন কর্ণপাত করে নাই!
কিন্তু গতকাল থেকে আমরা সবাই অবাক হয়ে লক্ষ্য করলাম ব্যাঙ আর এই নামে ডাকলে সাড়া দিতেছে না!!!!!!!!!!!!!!!!!অথচ তার নাম ধরে ডাকলে সে লাফ দিয়া আসে.............
পরে গবেষণা কইরা দেখা গেল ব্যাঙগু এখন ব্যাঙ মানে কী জানেএবং চিনে( তার বয়স ৪ এর মত হবে)...........
অথচ দেশের বয়স ৪০ হতে চললেও বাঙালী বুঝল না দেশ মানে কি...........তারা এখনও পাকিস্তান সাপোর্ট কইরা(শুধু তাই না....পতাকা নিয়াও নাচানাচি করে) বলে খেলার মধ্যে রাজনীতি আইনেন না!!!!!!!!!!!!!!!!!!!
আমি বলতেছি যে ঢিলা মারেন.........তাই বইলা স্বাধীনতা দিবসের ৪৮ ঘণ্টা আগে পাকিস্তানের পতাকা গালে রাঙায়ে নাচবেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।