আমাদের কথা খুঁজে নিন

   

যদি কোন রাজনৈতি ব্যাক্তি থেকে থাকেন

আজ আমার মন ভাল নেই আমি রাজনৈতি জানিনা, রাজনৈতির ছুয়া আমার মাঝে নেই। তবে বি,এন,পিকে একটু ভাল জানি। এখন আওয়ামিলীগ যারা আছেন তারা আমাকে দু-একা খারাপ কথা বলতে পারেন। হ্যা বলার অধিকার আপনার আছে। তবে আমার কথা গুলি একটু বুঝতে চেষ্টা করলে খুশিহব।

আমাদের দেশে দুইটাই পার্টি। কাউকেনা কাউকে আমার ভোট দিতেই হবে। ভাল আর মন্দ। আমার একটা সুন্দর বিবেক আছে, যাছাই বাছাই করে ভোট দেয়াটা বুদ্বিমানের কাজ। দেখুন, বর্তমান এম,পি আওয়ামিলীগ, প্রাকতন বি,এন,পি।

বি,এন,পি এর আমলে অনেক উন্নয়ন হয়েছে, যা কিনা বর্তমান এম,পি এর ৫০% বেশি। সেই বি,এন,পি রাস্তা ঘাট যা করেছিল, তা ঠিক এমনি আছে, যার চিত্র বিভিন্ন পত্রিকায় ছবি ছাপিয়ে সরকারের প্রতি এম,পি এর প্রতি অনেক অনুরোধ করা হয়েছে। যার রিজাল্ট = যেই লাউ...সেই কদু। কে শুনে কার কথা। জুর যার মুল্লুক তার।

আমি এটা বলতে পারি, আগামি সরকার যেই আসুক, মনে হয়না আওয়ামিলীগ আসতে পারবে আমাদের উপজেলায়। মানুষ এখন অতিষ্ট আওয়ামিলীগ এর উপর। ব্যক্তিগত ভাবে আমি নিজেও। নেত্রকোণা জেলার ছোট্ট একটা উপজেলা: নাম পূর্বধলা। প্রাক্তন এম,পি মারা গিয়েছেন, ড: মুহাম্মদ আলী, র্বতমান এম,পি বেলাল হোসেন।

যার কথা আছে কাজেনাই। আমর কথা হলো, যদি কেহ এই সাইডে কোন বড় মাপের রাজনৈতি ব্যক্তি থেকে থাকেন, তাহলে অনুরোধ করব, আমার কথাটা একটু বিবেছনা করে দেখবেন। র্বতমানে পূর্বধলা উপজেলায় বি,এন,পি এর দুই ভাগ, ড: মুহাম্মদ আলী, আর একজন মো: তাহের। ড: মুহাম্মদ আলী নেই, আছেন তার বউ, উনি এটা কমিটি গঠন করেছেন, অন্যদিকে তাহের ভাই, উনি আর একটা কমিটি গঠন করেছেন। তাহের ভাই এর ব্যাক্তিগত ভাবে অনেক বদনাম, যা কিনা বলার অবকাশ রাখেনা।

অন্যদিকে ড: সাহেবের বউ, উনার উপর তেমন আস্হনা নেই, এখন দুই কমিটি গঠন হওয়া, পরর্বতি ইলেকশানে আওয়ামিলীগ এর জয় ১০০% যা জনগণ ছায়না, এখন রাজনৈতিক ব্যক্তিদের কাছে আমার ছোট্ট একটা আবেদন, যদি পারেন, আমাদের বি,এন,পি এর দুই নতা, নেত্রিকে বাদ দিয়ে ত্রিতিয় কোন ব্যাক্তিকে যদি মনোনয় দিতেন, তাহলে আমার মনে হয়, আজীবনের জন্য বি,এন,পি এই সিট্টা ধরে রাখতে পারতেন। আশা করি কারো নজর পরবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।