আমাদের কথা খুঁজে নিন

   

আপনি " পাকিস্তান ক্রিকেট টিম " সাপোর্ট করেন ? আপনি " রাজাকার ", আপনি " ছাগু " . . .



খুব ছোটবেলা থেকেই যেনে আসছি, আমার জন্ম ১৯৯০ সালের ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ। আর আমাদের বাংলাদেশ স্বাধীণ হয়েছে ১৯৭১ সালের ডিসেম্বরের ১৬ তারিখ, আমার জন্মের প্রায় ২০ বছর আগে। যত দুর যানি, দেশ যখন স্বাধীণ হ্য়, তখন আমার বাবা পড়তেন ক্লাশ সেভেনে, বিয়ে তো দূরের কথা । তারপরো, আমার কতিপয় " ফেসবুক " বন্ধুগণের মতে . . . আমি একজন " রাজাকার " ( সামুর ব্লগারদের ভাষায় " ছাগু ") . . . আমি একজন " দেশদ্রোহী " . . . আমি " স্বাধীণতা বিরোধি অপশক্তি " এর পৃষ্ঠপোষক . . . কারণ , আমি " ICC World Cup 2011" এ " পাকিস্তান ক্রিকেট টিম " এর সাপোর্টার। তাদের ভাষ্য মতে, ১. আমার " নাগরিকত্ব " বাতিল করে আমাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া উচিৎ।

২. আমার ফেসবুক প্রোফাইল রিপো্র্ট করে ' ব্লক ' করে দেয়া উচিৎ। ৩. আমার সাথে সকল প্রকার সম্পর্ক ছেদ করে আমাকে সামাজিক ভাবে বর্জন করা উচিৎ। আর উপরোক্ত কাজগুলো সুষ্ঠ ভাবে সম্পন্ন করার মধ্যেই কেবল " ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ " এর প্রকৃত সফলতা নিহিত। শুধু বলেই তারা ক্ষান্ত হয়নি, বরং গৃহিত কর্মসূচী বাস্তবায়নে সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে। তাদের ভাষ্যাণুসারে, " প্রকৃত দেশপ্রেমিক " তারাই, যারা - ১. সর্বাবস্থায় " পাকিস্তান " কে ঘৃণা করবে।

২. কোন অবস্থায়ই " পাকিস্তান ক্রিকেট টিম " কে সাপোর্ট করবেনা। ৩. যারা " পাকিস্তান ক্রিকেট টিম " কে সাপোর্ট করেন, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ৪. সারাদিন " রাজাকার " ও " যুদ্ধাপরাধী " নিয়ে গবেষণা করবে। ব্যাস, উপরের কাজ করলেই আপনার " দেশপ্রেম " এর ষোলকলা পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে দেয়া হবে " প্রকৃত দেশপ্রেমিক " এর উপাধি । সেই সব " নির্বোধ " বন্ধুদের আমার বিশেষ কিছুই বলার নাই।

শুধু পরম করুণাময়ের কাছে কিছু সবিনয় প্রর্থণা রইল . . . প্রভু, আপনি তাদের শুভ বুদ্ধি উদয়ে সাহায্য করুন। প্রভু, আপনি তাদের " স্বাধীণতা " এবং " দেশপ্রেম " এর প্রকৃত অর্থ বোঝার ক্ষমতা দিন। আফসোস, এ ধরনের অযৌক্তিক ও মূল্যহীন চিন্তাধারার কারনেই হয়ত আজো আমরা স্বাধীণতার কোন সুফল পাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।