আমাদের গ্রামদেশের গৃহস্থ বাড়িতে একজন মৌলভীকে জাগির রাখা হয়। তো একদিন সেই বাড়িতে মহিলারা বলাবলি করছে যে দুধের পাতিলে বিড়াল মুখ দিয়েছে। এখন সেই দুধ ফেলে দিতে হবে। দাদী বলল যে দুধ ফেলে দেওয়ার কি দরকার, শানকিতে করে দুধ মৌলভী সাহেবকে দিয়ে আস। মৌলভী সাহেবকে দুধ দেয়া হলে মৌলভী সাহেব খুবই আশ্চর্য হলেন কারন কখনও অন্য কোন খাবারই দেয়া হয়না আর আজ একেবারে দুধ দেয়া হচ্ছে।
তো তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোন উৎসব নাকি যার কারনে দুধ দেয়া হচ্ছে। তো ছোট ছেলেটি সরল গলায় বলল না মানে বিড়াল দুধে মুখ দিছিল তো তাই দুধ ফেলে দিচ্ছিল তখন দাদী বলল যে ফেলে দেওয়ার কি দরকার মৌলভী সাহেবকে দিয়ে আসতে। মৌলভী সাহেব নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!! বলে যেই শানকি ভর্তি দুধ মাথার উপর তুলে আছাড় মারতে যাবেন তখন ছেলেটি বলল হুজুর হুজুর শানকি ভাইঙ্গেননা। ওই শানকিতে করে দাদী রাতে মোতে। ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।