আমাদের কথা খুঁজে নিন

   

Octobass-লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বাদ্যযন্ত্র

সুরের ভূবনে ""ডিসটিউন""

ওক্টোবেইজ - সব চেয়ে বড় Bowed String বাদ্যযন্ত্র। ((যেই বাদ্যযন্ত্র গুলো Bow দিয়ে বাজানো হয়))... এটি Double bass/ string bass/ upright bass/ Bass violin/ Contrabass এর বড় রূপ (Octobass-৩.৪৮ মিটার এবং Double bass-২ মিটার apprx)। একজন ফ্রেঞ্চ এটি আবিস্কার করেন, এর রয়েছে ৩ টি তার, এবং এর এত বড় গঠন এর কারনে এটি বাজাতে দুইজন দরকার (wiki) কিন্তু এটি একজনের দ্বারা ও বাজানো যায়, কারন সাধারন Fretboard দিয়ে বাজানোর পরিবর্তে এর পাশে কিছু লিভার (lever) আছে যা Fretboard সাথে যুক্ত। মজার ব্যাপার এই যে, এর সব থেকে নিচু নোট C0 যার Frequency ১৬.২৫ Hz, যা কিনা পিয়ানো C (C1) থেকে একটি Octave নিচে। (মজা কই?) সাধারনত মানুষের শ্রবণ ক্ষমতা ২০ Hz, তো এর নিচু Frequency মানুষের শোনার কথা না, কিন্তু মানুষ যেই শব্দ টা শুনতে পারে তা শুধু মাত্র Overtone (যদিও Berlioz এর টিউন C1 এ ছিল)। আমার যানামতে (wiki) দুইটি মিউজিয়াম এ এটি দেখতে পাওয়া যাবে, একটি পারি তে এবং অন্নটি আরিজনায়।। Wiki YouTube Me, In Musée de la Musique In Paris

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।