আমাদের কথা খুঁজে নিন

   

চিনতায় বাংলাদেশ চেতোনায় বাংলাদেশ কতটা সত্য ????????

Nothing to say

আমি কতটা দেশপ্রেমী জানি না। দেশ কে কতটা ভালোবাসি জানি না। ডিভি ঠিকি পুরন করি আমেরিকা যাওয়ার জন্য। আমার মনে হয় শুধু আমি নয় দেশের অধিকাংশ যুবক দেশের বাইরে যাওয়ার সুজোগ পেলে যাবেই। আমার অধিকাংশ বন্ধু দের কাছে পাওয়া তথ্য থেকে বলছি।

আমার অবশ্য কিছু বন্ধু এমন পাইছিলাম যারা বলেছিল বিদেশে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু জেতে পারবে না কারন সে তার ফ্যামিলি কে খুব ভালবাসে। কিন্তু দেশের জন্য কেও দেশের বাইরে যাবে না এমন কথা কারো মুখ থেকে শুনতে পাইনি। আমার কথা এমন নই যে আমরা দেশ কে ভালবাসি না। আমার দেশের ক্রিকেটআর রা যখন খেলা ধুলা করে জেতে তখন কিন্তু আমরা ঠিকি আনন্দিত হয়। দেশে কোন ভাল কাজ হলে আমরা কিন্তু ঠিকি উতসাহিত হই।

তাইলে কেন আমরা দেশ কে ভালবেসে দেশের জন্য কিছু করার তাগিদে দেশে থাকার প্রয়োজনিতা অনুভব করি না। আমার এক বন্ধু বল্লো দেশে থাকলে ভবিষ্যত নাই। দেশে কোন ভরশায় এক টি মানুশ থাকবে। দেশে কারা কাজ করার সুজোগ পায়। কোন কাজ নিজের জোগ্যতায় হয়।

আমার দেশে তো এক টি চাকরী পেতেও মামা খালা লাগে। আমার জোগ্যতার দাম কি। আমি কি করতে পারব দেশে থেকে দেশের মানুশের জন্য । এর থেকে বাইরে যাই নিজের চাহিদা টা তো ভালোমত পুরন করতে পারবো। বুঝলাম দেশকে সবাই ভাল বাসে কিছু ত করতে চায়।

এটুকুই সান্তনা। আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে বেশির ভাগ ই সফল। এ দেশ থেকে প্রচুর মেধাবী ছাত্র প্রতি বছর দেশের বাইরে যায় পরালেখার উদ্দেশে এবং এদের কইজন যে দেশে ফিরে আশে পরালেখার পর এমন তথ্য আমার জানা নাই। তবে আমার কান জানি মনে হয় খুব কম মানুশ ই দেশে ফিরে আশে । তারা বাইরের দেশের সেবায় নিজেকে উতসরগ করে নিজের জীবন টা কে সুন্দর করে বটে কিন্তু আমদের দেশ নিজের সোনার ছেলেদের দারা উপক্রিত হতে পারে না।

কতটা আপছোস এর বিশয়। এমন ভাবে যদি দেশের তরুন সমাজ চলতে থাকে তাইলে দেশের কি হবে। আমি আর কি বলব আমি তো নিজেই দেশের বাইরে জাওয়ার জন্য এক পাইয়ে খারা। এভাবে আর কতদিন যাবে । আমরা কি পারি না দেশ টা কে সুন্দর করে সাজাতে যেখানে কোন দুরনিতি থাকবে না।

থাকবে না কারো মনে কোন ভয়। থাকবে না দেশে কোন অভাব,থাকবে না সজনপ্রিতী,অপরাধ,ছিনতায়,ঘুশ। সুজোগ দেওয়া হবে জোগ্য মানুশগুলকে জারা দেশের উন্নতি তে ভাল ভুমিকা রাখতে পারে। কেও দেশের বাইরে জেতে চাইবে না চাইবে না ডিভি ফরম পুরন করতে। মেধাবি ছাত্ররা দেশে থাকবে বাইরে জেতে চাইবে না।

এমন এক টা দেশ হিশেবে তো আমরা আমদের দেশকে চায়। আমদের দেশে সবকিছু খুব দ্রুত change হয়। আইত দেখেন কমুনিকেশন (mobile) কত দ্রুত দেশে এক টা রেভুলিশন তইরি করলো। আমার ধারনা আমাদের দেশে ঠিক তেমনি হটাত করেই জুব সমাজ জেগে উঠবে এবং দেশ টা হটাত করেই change হয় জাবে। আমি সবাই কে অনুরধ করবো আমি আপনার মন্তব্য জানতে কিভাবে জুবক সমাজ কে সচেতন করা জায়।

আপ নার মতবাদ কি?আমি কি ঠিক দেশের অধিকাংশ জুবক দের দেশ নিয়া ধারনা সমকরকে? কমেন্ট পেলে আমি এই বিশয় নিয়ে বিস্তারিত লিখতে আমায় সাহাজ্য করবে। আমি জুবকদের বরতমান অবস্থা ও দেশ নিয়ে বরো আকারে লিখতে আগ্রহী। আমি নতুন ব্লগার। বানান মনে হয় ভালই ভুল করছি। ভুল হলে মাফ করবেন



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.