আমাদের কথা খুঁজে নিন

   

ইশ্ কি আমার কলা পাতার পন্ডিত.....

মোম গলে লাভার স্রোতে ভেসে ঝড়া পাতার সূরের মুর্ছনায় দিগন্তের লালীমায় যদি রং-ধনু হতে পারতাম তাহলে বলতাম দেখো আমি আজ কবিতায় তোমায় আঁকতে পারি......
স্বগৃহে কথা মালার কল্পিত ঘরে আজো তোমায় ভাবি গল্পের মতো। যখন গোধূলীর লালিমা লুটায় ব্যালকনিতে কার্নিশ চুঁইয়ে নামে স্মৃতি বোগেনভেলিয়া ছুয়ে যায় অধর ধোঁয়া ওঠা কফি কাপ ঠান্ডা হয়, আমি বিভোর হই খরগোশ হয়ে দৌড়ে বেড়াই আবহানী মাঠে শার্দূল শকুনের ভয় থাকে না তখন সোনালী ডানার চিল, হিংসে করে তোমায় দ্বাররক্ষী আমার বন্ধুকে দেখে।। সন্ধ্যার আধাঁর নামে একটা দু'টো করে সাঁঝ বাতি জ্বলে জ্বলে ঐ পশ্চিমাকাশের ধ্রূব তারা ইশারায় বলে 'ঘরে যাও রাতকে বরণ করো' ঠিক যেমন তুমি বলতে মোলায়েম মাখন স্বরের কাঠিন্যে খুশবু রেস্টুরেন্টে, আমি মনে মনে বলতাম ইশ্ কি আমার কলা পাতার পন্ডিত আবার শাষন করে, প্রচন্ড ভালো লাগায় তখন আমার কান্নার ঝাঁপি খুলে যেত টলমল করা জল তোমায় দেখাবোনা বলে পালিয়ে আসতাম, পিছন থেকে তোমার চিৎকার ‍''ভালো থাকিস'' সেই শব্দের প্রতিধ্বনি মিলিয়ে যাবার আগেই আবিস্কার করতাম নিজেকে ব্যালকনিতে।। সেই মুখ চোরা আমি আজো তোমায় বলতে পারিনি ফিরিয়ে দিতে কথা ''তুইও ভালো থাকিস'', লুকিয়ে রাখি নিজেকে যেমন প্রতিটা মানুষ লুকিয়ে রাখে মনের ঘর নিজের একটা কথা বলা ঘর।।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।