ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
আমার চোখ দিয়ে অন্ধকারকে দেখতে চাইলাম কালো,
ভালো যারা ,সবসময়ের ভালো ,সেই অন্ধকার
রঙ করে এনে ঝুলিয়ে দিল আলো।
চোখের কোলে সেদিন থেকে সুন্দর দেখার ঝোঁক,
চারপাশের বাতাসজোড়া গন্ধে যেন ফুলের সুবাস থাকে,
স্বপ্নে দেখি যেন ময়ূর-পালকের ঘরে সব শিশুর জন্ম হয়
রক্ত নাই ,প্রসূতির গায়ে ধূপের ঘ্রাণ।ঘুমানোর আগে এবং পরে
স্বপ্ন দেখি, আসমান থেকে যেন নীল সবুজের দুনিয়া দেখি
স্বর্গ মনে হয়!
এত কিছুর পরেও আচমকা দমকা হাওয়া আর বৃষ্টি নিয়ে
একদিনের রাতের সাথে এল অন্ধকারী ডাক।থেমে থেমে
আলো ঝলকিয়ে ঘিরে এল বাজপড়া ঝড়,
সেদিন ঝড়ের রাত ছিল ,নদীজোড়া তুফান,
পাশের পথে আমি একলা হলাম ।
ঝড়-কাতর চোখে সেই আমার শব্দভেজা ভয়ের
শুরু হল,বৃষ্টিভেজা রাতের গান গাওয়ার
সাধ জাগে নাই,উপরের আকাশে দেখলাম কালো দুনিয়া।
ঝড়ের পিঠে যখন বৃষ্টি আসে,জলের নাম
তখন মেঘের অন্য।
সেখানে বৃষ্টির নামে ঝড়ের তুমুল বাতাস আসে
পানি হয়ে ,গলে যায় নয়তো জমে ওঠে কঠিন মনের মতো।
আমার চোখে সেই থেকে কেবল অন্ধকারের নেশা।
আর অন্ধকারকে দেখতে চাইলাম কেবল কালো,
ভালো যারা ,সবসময়ের ভালো ,সেই অন্ধকার
রঙ করে এনে ঝুলিয়ে দিল আলো।
ছবি :ম্যারিলিন ব্রাউন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।