বাঙলা কবিতা
সময়
==
রাগী, একরোখা, অতিকায় প্রাণী
প্রাগৈতিহাসিক;
বনভূমি পেরিয়ে, অপ্রতিরোধ্য
ছুটে আসছে লোকালয়ের দিকে,
অবিরাম...
২.
দোলপূর্ণিমার রাতে,
গন্ধোন্মাদ এক অন্ধ-ভিখারী
চরাচর বিস্তীর্ণ মাঠে,
খুলে ধরলো তার ভিক্ষার ঝুলি; আর
স্বপ্নগ্রস্তের মতো তুলতে লাগলো
মুঠোভর্তি, জ্যোৎস্নার আতপ চাল!
৩.
সাপিনী ভালোবাসতো ফুল,
কিন্তু বাগানের মৌলিকত্ব
আর পুষ্পের অরিজিন্যালিটি
পছন্দ নয় তার; ফলে
ছুটে গেল__ প্লাস্টিক ও কাগজের ফুলের সন্ধানে;
অভাবনীয় জ্যোৎস্নার এক রাতে,
সেই সাপিনীকে আবার দেখা যাবে
এঁকেবেঁকে, ফিরে আসছে
প্রথমোক্ত বাগানের দিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।