আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উঠিয়া আমি মনে মনে বলি...(সত্যি কিন্তু, হাসলে মারমু কইলাম)

পোস্ট পইড়া ভাল লাগলে কম্পুর স্ক্রীন চাটবেন, কামে দিব...

মানুষ প্রতিদিন সকালে উঠেই কিছু না কিছু প্রতিজ্ঞা করে। আমার প্রতিজ্ঞাটা একটু ভিন্ন প্রকৃতির, ঠিক এই রকমঃ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়াই প্রকৃতির ডাক বিভাগের ডিউটি নিষ্ঠার সাথে পালন করিবার ক্ষেত্রে বিন্দু মাত্র ফাঁকিবাজি করিব না। ডাক বিভাগের কাজ দ্রুত সারিবার ক্ষেত্রে কোন প্রকারের গড়িমসিও করিব না। চুপচাপ ডাক বিভাগ থেকে ফিরিয়া প্রাতঃভ্রমণে চলিয়া যাইব। যাইবার পূর্বে ভালমানের শক্ত মজবুত প্যান্ট পরিয়া যাইব, টিস্যু পেপার মার্কা প্যান্ট পরিব না, না হইলে শরীর চর্চার তোপে প্যান্টখানা ৯০ ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত হইবার প্রবল আশঙ্কা রহিয়াছে।

অতঃপর বাসায় ফিরিয়া ক্ষুধার রাজ্যের সেই অকৃত্রিম দান পূর্ণিমার চাঁদ (ঝলসানো রুটি) এবং দেশি মুরগীর স্বর্গীয় আশীর্বাদ (ডিম) নির্মিত মামলেট দিয়া প্রভাতাহার (breakfast) সমাপ্ত করিব, কিন্তু ভুলেও বাসার দরজা জানালার পর্দাকে রুমাল ভাবিয়া হাত মুছিব না। এরপর প্রয়োজনীয় বইপুস্তক নিয়া কোচিংএর উদ্দেশ্যে যাত্রা করিব। যাওয়ার আগে থ্রী কোয়ার্টার প্যান্ট পরিবার কথা মনেও আনিব না, তা হইলে প্রেস্টিজ পাতালে নামিয়া যাইতে পারে। কোচিংয়ে কোন প্রকারের দুষ্টামিতে মাতিব না, মাস্টার মশাই যাহা বলিবেন তাহা মনোযোগের সাথে শ্রবন করিব, বোর্ডের লেখা খাতায় তুলিবার ক্ষেত্রে কোনরূপ কার্পণ্য করিব না। অতঃপর সোজা বাসায় ফিরিব।

ফিরিবার পথে কোন ফাজিল মেয়ে চোখ টিপিলে এটাকে পদার্থবিজ্ঞানের অভ্যন্তরীণ বিষয় ধরিয়া নিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র প্রয়োগ করিবার কথা চিন্তা করিব না, শান্ত ভাবে নিচের দিকে চোখ নামাইয়া চলিয়া যাইব। বাসায় যাইয়া সাদাসিদা পোশাক পরিয়া কলেজের উদ্দেশ্যে প্রস্থান করিব। যাইবার পথে বাসে বসিয়া নিজের পকেট ভাবিয়া অন্যের পকেতে হাত ঢুকাইয়া চুপচাপ বসিয়া থাকিব না। তাহা করিলে পাবলিকের ফেয়ারনেস ধোলাই অনিবার্য, সেই সাথে শ্বশুর আব্বার প্যাঁদানিও ফ্রী থাকিবে। কলেজে প্রবেশ করিয়া সোজা ক্লাশে যাইব, কে কোন মেয়ের সাথে টাংকি নিক্ষেপ করিতেছে তা নিয়া ডিপার্টমেন্টের দেয়ালে পরিসংখ্যান করিতে শুরু করিব না।

শিক্ষক রোল ডাকিতে শুরু করিলে নিজের রোল নম্বরের বিপরীতেই সাড়া প্রদান করিব, অন্যের রোল নম্বরকে নিজের রোল নম্বর মনে করিব না। কখনো ক্লাশ বাদ দিয়া কোন মেয়ের সাথে রোমান্টিক প্যাঁচাল পাড়িব না। কোন দিন কার বার্থডে তা নিয়া কখনো তথ্য সংগ্রহ করিব না। কোন তথ্য নিজের থাকিলেও ঐ ভদ্রলোকরে ক্যান্টিনে ঢুকাইয়া খাওয়ানোর জন্য জ্বালাতন শুরু করিব না, করিলে নিজের বার্থডের দিনে আমার বারোটা বাজিবে। কলেজ থেকে বাসায় ফিরিয়া চুপচাপ খাওয়া দাওয়া সম্পন্ন করিব, কখনো খাবারের আইটেম নিয়া গ্যাঞ্জাম লাগাইয়া দিব না।

অতঃপর চুপচাপ পড়তে বসিব, এবং পড়িব; কোন বন্ধুর সাথে ‘গুরুত্বপূর্ণ’ ফোনালাপ বাকি আছে তা মনে করিবার চেষ্টা করিব না। কখনো ফেসবুককে নিজের টেক্সটবুক মনে করিব না এবং কখনো ফেসবুকের কন্টেন্ট সমূহ মুখস্ত করিয়া পরীক্ষা দিতে যাইব না। বাংলা পরীক্ষায় খাতাকে সামুব্লগ মনে করিয়া সাড়ে চৌত্রিশ কিছিমের বাইক্কা কথাবার্তা লিখিব না, লিখিলে তার প্রতিফল হিসেবে পরীক্ষার খাতায় অতি নিচু মানের নম্বর আমার জন্য বরাদ্দ থাকিবে, সেই সাথে টিচারের চইদ্দ প্রকারের আজাইরা প্যাঁদানিও ফ্রী দেয়া হইবে। ব্যবহারিক খাতায় লিখিবার সময় কোন পরীক্ষণের কাজের ধারায় আমার সোনার বাংলা কিংবা উপাত্ত তুলিবার জায়গায় বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের সংক্ষিপ্ত স্কোর তুলিয়া দিব না। দিয়ে ধরা খাইলে মাস্টার মহোদয়ের ইয়র্কার হজম করিতে না পারিয়া বোল্ড আউট হইয়া প্যভিলিয়নে ফিরিয়া যাইতে বাধ্য হইতে হইবে এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমার নম্বরও বাংলাদেশের স্কোরকার্ডের রানগুলার মত হইবে।

কলেজে নিয়মিত এবসেন্ট থাকিয়া ডিসকলেজিয়েট হইলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে লগিবৈঠা নিয়া বিক্ষোভ করিব না। অলিগলির দেয়ালে কখনো অমুক + তমুক জাতীয় কোন বাইক্কা যোগ অঙ্ক করিব না। বাসায় কোন প্রশ্ন নোট করিবার সময় সামুতে নেক্সট কি লিখিব তা নিয়া মাথা ঘামাইব না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার প্রতিজ্ঞা কবুল কর। আমীন।

আমার আগের রম্যপোস্টের জন্য নিচে গুতাতে পারেনঃ একটি ফানি চিঠিঃ পড়লে চাটবেন, না পড়লে পস্তাবেন(১৮+ কিনা তা আপনার বিবেচনা সাপেক্ষ)

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।