আমাদের কথা খুঁজে নিন

   

দুই মুখো

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

চেনা দায় এদের -- কাচারী-ক্যানভাসে আলুর সালুন দপ্তরের গাড়ি নিয়ে ভ্রমণ বিলাসে উর্ধ্বতন মেদ, লালবাতি বদ্ধ দ্বারে সন্দেহ-রমনী, টেন্ডারীদের কচকচে থলে আসে যায়, নবাগত অভিষিক্ত ভগ্নি ঝিম খায় - এই সব দৈনন্দিন রীতিতে তিক্ততা বেড় যেতে যেতে ডেস্ক-পিপিলিকা পরষ্পর কথায় কথায় দু:খ বিনিময়, অনিশ্চিত দিনকাল অথচ এদের অনেকে দ্বিতীয় জিহ্বা ঠেসে দিয়ে মহামান্যের চরণে, খুব নিরাপদ দেখতে অন্যদের মতো দ্বিপ্রহরে টিফিন ক্যারিয়ার খুলে লাঞ্চ খায়, শেয়ার বাজার বকে সুখ দু:খের আলাপ জমায় যেন অন্তর নিংড়ে বন্ধুত্বের আসর অথচ উপর তলায় বয়ে নিয়ে খবর তৈলাক্ত সরকারী, বিরোধীরা মিছিল করে গেলে সেখানে অন্য বেশ বাস, জটকদলীর মতো বিপরীত দুই মানুষ আসে। বাড়ছে লম্পটের মতো লোভাতুর অভিরুচি এভাবে অবিশ্বাসে দুরে সরে যায়, তবুও ক্রমেই দ্বিমূখী-কলম অঙ্কুরিত হয়ে গেছে অফিস কাচারী ঘর আসর উদ্যান ছেয়ে গেছে দুই-মুখো মনে -- ড্রাফট ২.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।