আমাদের কথা খুঁজে নিন

   

"তখন অবুঝ মন,ভুলে মনরন্জন দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায় " কেউ কি দয়া করে বলবেন এই কথাটার অর্থটা কি?



--------------------------------------- --------------------------------- ----------------------------------------- ---------------------------------------------------------- ------------------------------------------------------------------------------- নীলান্জনা। নচিকেতার প্রথম এ্যালবামের একটি গান। যখন প্রথম শুনি তখন নাইন/টেন এ পড়ি। গানটি খুব ভাল লাগত,কিন্তু একটি লাইনে এসে থমকে যেতাম "তখন অবুঝ মন,ভুলে মনরন্জন দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায় " বুঝতে পারতামনা দাম দিয়র যন্ত্রনা কিভাবে কেনা যায়। তারপর আর মাথায় ছিলনা বিষয়টা।

দিন চলে যাচ্ছিল তার নিজের নিয়মে। পড়লাম ভালবাসার মায়ার জালে। ভালই ছিলাম। তারপর পৃথিবীর সেই কঠিন বাস্তবতা। নামের শেষে জুড়ে গেল হতভাগা নামটি।

অনেক অনেক দিন পর হলেও আজ বুঝি "তখন অবুঝ মন ভুলে মনরন্জন দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়" কথাটির আসল মানে কি। কারন এখন প্রায়ই দাম দিয়ে যন্ত্রনা কিনতে যাই । এখন আপনারা বলেন আপনাদের কাছে কথাটার অর্থটা কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।