আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়েছেন দুজন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শিবপুর মসজিদের পাশে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মরণসভা ও মিলাদ মাহফিল শেষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলা বিএনপি এবং উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার শিবপুর ইক্ষু ক্রয়কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
বিএনপি ওই ইক্ষু ক্রয়কেন্দ্রের পাশের শিবপুর মসজিদের কাছে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়।
রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘স্মরণসভা ও মিলাদ মাহফিল শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের ১৪ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
’ তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁদের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ছাড়া পুলিশ ২৪ জন নেতা-কর্মীকে আটক করেছে।
বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার বলেন, অনুষ্ঠান চলাকালে যুবদলের এক নেতার বাসা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ক্ষেপে গিয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিলে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বলেন, দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে বেশ কয়েকটি গুলি ছোড়ে।
সূত্রঃ এখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।