উচাটন মন...
বাহরাইন এ শীয়া দের আক্রমনে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত অফিসিয়ালী ২০ জন আহত ও ১ জন নিহত হবার খবর নিশ্চত হওয়া গেছে।
বিদেশী দের মধ্যে সর্বমোট ৩৪ জন আহত হন এর মধ্যে ২০ জন বাংলাদেশী (অফিসিয়ালী)(আনঅফিসিয়ালী আার ও বেশী)এবং ১৪ জন পাকিস্তানী মারাত্নক আহত হয়ে দেশটির বৃহত্তম হসপিটাল সালমানিয়া এবং মেলেটারী হসপিটাল বিডিএফ এ চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য বাহরাইন বিপ্লবের নামে শীয়া রা বাঙ্গালী - পাকিস্তানীদের তরবারী,রড,টিম্বার ও গাড়ী উপরে উঠিয়ে দিয়ে এ হতাহতের সৃষ্টি করে।এখন ও শীয়ারা বাঙ্গালিদের লুটপাট ও অত্যাচার করছে। বর্তমান জরুরী অবস্থা ও কার্ফিউ থাকার কারনে শীয়া রা কিছু টা ঘাপটি মেরে থাকলেও সুযোগ পেলেই বাঙ্গালি দের আক্রমন করা অব্যাহত রেখেছে।
সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।