আমাদের কথা খুঁজে নিন

   

দেশে ফিরেই শুটিংয়ে অপি

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

জার্মানি থেকে দেশে ফিরেই নাটকের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন অপি করিম। নতুন এ দুটি নাটকের নাম হচ্ছে ‘থতমত এই শহরে’ এবং অন্যটি ‘মানুষটা মানুষের মতো’। দুটি নাটকই রচনা ও পরিচালনা করছেনজার্মানি থেকে দেশে ফিরেই নাটকের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন অপি করিম। নতুন এ দুটি নাটকের নাম হচ্ছে ‘থতমত এই শহরে’ এবং অন্যটি ‘মানুষটা মানুষের মতো’। দুটি নাটকই রচনা ও পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল।

১২ মার্চ থেকে ‘থতমত এই শহরে’ এবং ২০ মার্চ থেকে মানুষটা মানুষের মতো নাটকের শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন। থতমত এই শহরে নামের নাটকে অপিকে একই সঙ্গে একজন চিত্রশিল্পী (বিতিস্তা) এবং মডেলের (ফাতেমা) ভূমিকায় দেখা যাবে। নাটকে বিতিস্তা নামের এই চিত্রশিল্পী ফাতেমা নামের একজন মডেলের ছবি আঁঁকেন। ছবি আঁঁকার সময় ফাতেমার জীবনের নানা গল্প শোনেন তিনি। শিল্পী মনে মনে ভাবেন, নিজের জীবনটাও তো ফাতেমার মতো হতে পারত।

এ রকমই একটি কাল্পনিক ঘটনা নিয়ে থতমত এই শহরে নাটকের গল্প। অপি করিম বলেন, ‘এবার আমি প্রথম সেমিস্টারের ছুটিতে দেশে এলাম। পাশাপাশি পড়াশোনার কিছু কাজও রয়েছে। এর মধ্যে যে সময়টা পাচ্ছি, তারই ফাঁকে নাটক দুটির কাজ করছি। কথাবার্তা আগে থেকেই চূড়ান্ত করা ছিল।

’ নাটক প্রসঙ্গে অপি বলেন, ‘এ পরিচালকের সঙ্গে আমি সর্বশেষ “যে জীবন ফড়িংয়ের” নাটকটি করেছিলাম। এটির প্রশংসা আমি শুধু দেশে নয়, দেশের বাইরে যারা দেখেছেন তাঁদের কাছ থেকেও পেয়েছি। কাজ করতে গিয়ে মনে হয়েছে, এ পরিচালকের নিজস্ব একটা স্টাইল রয়েছে। তাছাড়া তাঁর কাজ নিয়ে নতুন করে কিছু বলার মতো ধৃষ্টতা আমার নেই। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, নাটক দুটির চিত্রনাট্য পড়ে আমি আসলে খুবই উত্তেজিত।

আশা করছি, খুব ভালো মানের দুটি নাটকের কাজ করতে যাচ্ছি। ’ পরিচালক উজ্জ্বল বলেন, ‘নাটক দুটিতে আমিও কিছু নিরীক্ষামূলক কাজ করার চেষ্টা করব। ’ ‘থতমত এই শহরে’ নাটকটি দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী এবং মানুষটা মানুষের মতো নাটকটি এনটিভিতে পয়লা বৈশাখের জন্য নির্মিত হচ্ছে। উল্লেখ্য, অপি করিম গত ২৫ ফেব্রুয়ারি সেমিস্টারের ছুটিতে দেশে এসেছেন এবং থাকবেন ২৭ মার্চ পর্যন্ত। ২৮ মার্চ পড়াশোনার জন্য আবার তিনি জার্মানির উদ্দেশে পাড়ি জমাবেন।

এখনো তাঁর দুটি সেমিস্টার বাকি রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.