আমাদের কথা খুঁজে নিন

   

কাল সারা রাত মগ্ন ছিলাম আকাশে ..

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

ফেলে আসা দিন, হাজার স্মৃতির পথ মাড়িয়ে সমুখে বিচলিত মুখ ; ধূলো জমা ডায়রী- নাহ ;আমার আর কবি হওয়া হয়নি। একাদশীর চাঁদ গ্রাশ করে নির্লিপ্ততা , ভয়ংকর সুন্দরে নির্লজ্জ আত্মাহূতি। যতো না মানুষ হবার চেষ্টা - তারো বেশী নারী হতে থাকা। যেখানে তোমরা খোঁজ দূর্নিবার আলো , আমাকে আলিঙ্গনে ডাকে মাতাল মুগ্ধতা। জানি ,জীবনে কবিতার কোন জায়গা নেই ; তবু কবিতাতেই যৌবনের প্রাপ্তি মানি। কপালের নীলাভ টিপ -সেও কি জীবন ? নাকি শুধুই কবিতা । উপেক্ষিত কাজলের হাসি -সেও কি প্রসাধন শুধুই ? নিক্কনের মৃদু ধ্বনি -যার প্রতি মতিতে লুকানো তোমার ভালোবাসা। তারো মৃত্যু ঘটেছে আজ তোমারই হাতে -সেও কি শুধুই জীবন বলে ? হবে হয়তো ,কেবল আমিই বুঝিনি। জীবন আর কবিতা কবে যে এক করে ফেলেছি - ক্ষমা করো প্রিয় ,আমি বুঝতে পারি নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।