বলা হয়নি (কবিতা)
এম এম ওবায়দুর রহমান
আমার বাড়ির চিঠির বক্সে জমেছে ধুলো
টেলিফোন বাজেনা আর গভির রাতে;
কেউ কড়া নাড়েনা মন খারাপ করা দুপুরে
পত্রিকার ফিচার পড়ে হয়না আলোচনা,
আমার লেখা কবিতা ও পড়েনা কেউ
ড্রয়ারে খুলতেই বের হয়না
গোলাপের পাপড়ির সুবাস
ওখানে তেলাপোকাদের রাজত্ব এখন
ভালোবেসে ছিলাম তোমাকে অনেক
বলা হয়নী
বলতে পারিনি
কত কাজ ছিল তখন আমার
তুমিও তো ব্যাস্ত ছিলে নবনিতা
দুজনেই ব্যাস্ত ছিলাম
নাটক উপ্যনাস আর
নতুন নতুন স্বপ্ন নিয়ে
তুমি বলতে
তোমার হবে সাজানো সংসার
ছিম ছাম পরিপাটি
বারান্দায় টবে নিয়ম করে জল দিবে
খাচায় থাকবে দুটো নীল পাখি
খাবার দিবে
টিভি নয় তোমার রুমে থাকবে
বইর স্তুব।
আরো কত কি স্বপ্ন তোমার
আমি কেবল
হাসতাম সব সময়
তুমি বলতে
পুরুষ মানুষ কে এত হাসতে হয়না
গম্ভির হতে হয়
প্ররিশ্রমী হতে হয়
স্বপ্ন বাজ হতে হয়
আরো কত কিছু বলতে
নবনিতা
তোমার কথা গুলো ভাবি প্রায়ই
অফিস শেষে
কেউ আমাকে চা দেয়না
এক কাপ
মাথায় হাত দিয়ে বলেনা
কেমন ছিলে সারা দিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।