আমাদের কথা খুঁজে নিন

   

On the way to the Madhobkundo..............................[ফোটো ব্লগ]।

অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com

এটা ছিল আমার প্রথম লেখা। আসলে অনেক দিন ধরে SOMEWHERIINএ লিখব লিখব করে ভাবছিলাম কিন্তু কি লিখব সেটাই ভাবে পাচ্ছিলামনা। গত কয়েকদিন আগে সিলেট ঘুরতে গিয়েছিলাম।

যেখানে গিয়েছিলাম সেটা হল সবার পরিচিত বিখ্যাত মাধবকুন্দ জলপ্রপাত। এটার মনোরম পরিবেশ যে কাউকে প্রভাবিত করতে পারে। আমিও প্রভাবিতহয়েছিলাম,তবে যতটা প্রভাবিতহয়েছি আমি জলপ্রপাত দেখে তার চেয়ে হয়েছি সেখানে যাওয়ার পথের দৃশ্যাবলি দেখে। আজ আমি এখানে আমার দেখা ও আমার তোলা কিছু পথের ছবি প্রকাশ করছি। (যদিও ঘাগু ঘাগু photographer ব্লগার ভাইদের ছবির কাছে এইগুলি কিছুই না) জানিনা ছবি গুলো কার মন কতটুকু ছুতে পেরেছে পথে যেতে যেতে খুব অল্প সময়ের মাঝে আমি ছবি গুলো তুলেছিলাম।

জানিনা কেমন হল। ভাল লাগ্লে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।