আমাদের কথা খুঁজে নিন

   

Do something funny for money !!!


প্রতি বছর ইংল্যান্ডে ১৮ ই মার্চ একটি বিশেষ দিন। এদিন সবাই কিছু ফানি একটা জিনিস করে এবং সবার কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে। দিনটি সবার কাছে RED NOSE DAY হিসেবে পরিচিত। এই দিনে সবাই নাকে একটা লাল বল লাগায় যাতে সবাইকে ফানি দেখায়। এই দিনে সংগ্রহ করা টাকা মূলত আফ্রিকার দুর্গত দেশের জন্য ব্যায় করা হয়।

তাদের এই বিশাল ফান্ড রাইজিং এক্টিভিটিতে জরিত থাকে সমস্ত সেলিব্রিটি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। যতটা ফান্ড তারা সংগ্রহ করে ঠিক ততটাই গর্ভমেন্ট ম্যাচ করে, যার ফলে তাদের সংগ্রহ অনেকটাই গুরুত্বপূর্ন। তারা যেসব কাজে টাকাগুলো ব্যায় করে সেগুলো হলো: ম্যালেরিয়া, এইডস, শিশুদের নিউট্রিশন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠানের বিশেষ দিক হলো এখানে সিরিয়াস বেশ কিছু ক্লিপ দেখানো হয়েছে আফ্রিকা থেকে যার মধ্যে উল্লেখযোগ্য হলো একজন এইডস আক্রান্ত মহিলার শেষ ৯০ দিনের একটি ভিডিও, যা দেখলে চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর। এসব ক্লিপের মূল লক্ষ্যই হলে সচেতনতা সৃষ্টি করা এবং মানুষকে দানে উৎসাহিত করা।

তারা বেশ সফল এ বছর, পূর্বের সব রেকর্ড ভেঙ্গে ৭৪মিলিয়ন এর বেশী সংগ্রহ করেছে। একটা জিনিস না বললেই অনুষ্ঠানটি যে দেখেছে সে দান করতে বাধ্য হয়েছে যার কৃ্তিত্ব বিবিসি ক্রুদের অসাধারন কিছু ইমোশোনাল ভিডিও, যা আপনার মনুষ্যত্বকে জাগাতে বাধ্য। আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীর যত কঠিন মনের অধিকারী আপনি হননা কেন, চোখের জল ধরে রাখতে পারবেন না। মূল অনুষ্ঠানটি বিবিসি তে সম্প্রচার করা হয়েছে যা দৃষ্টি কেরেছে মিলিয়ন দর্শকের। সবচেয়ে মজার বিষয় হলো এই দেশের জনপ্রিয় নাটক, কুইজ প্রতিযোগীতা ,অনুষ্ঠানসমূহ কে বিশেষ ভাবে ফানি করে লিখা হয়েছে একটি ৫-১০ মিনিটের ক্লিপে, যা মূলত মজা করার জন্য।

এতে সব চিরাচরিত অভিনেতা অভিনেত্রীরাই অভিনয় করেছে যা সত্যি উপভোগ্য। এই সমস্ত ফানি ক্লিপের মধ্যেই প্রচারিত হয়েছে সেই সব ভিডিও যা নাড়া দিয়ে গেছে কোটি মানুষের। একটা জিনিস না বললেই নয় সবাই যে যার স্থানে আছে সেখান থেকে সবাই কিছু না কিছু হেল্প করেছে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউবা আবার ভলানটিয়ার ওয়ার্ক করে। সেই চিরাচরিত বাক্যটিকেই যেন তারা প্রতিষ্ঠিত করল "দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ"। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ভাবে সহায়তা করেছে: যেমন: টিকে ম্যাক্স এর টি শার্ট, ব্রিটিশ এয়ার ওয়েজের সমস্ত যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ, সেইন্সবারীর ১ মিলিয়ন সংগ্রহ, কিছু কিছু লোক ব্যাক্তিগত ভাবে ৪ মিলিয়ন সংগ্রহ, সব লিখে শেষ করা যাবেনা।

সবচেয়ে অবাক ব্যাপার তারা যাদের সাহায্য করছে তাদেরকে দানকারীরা হয়ত কোনদিন দেখেই নি, কোনদিন দেখবেও না, কিন্তু মানুষের পাশে দাড়াতে পেরেছে তাতেই যেন মনুষ্যত্ব। কেন জানিনা নিজের চোখের জলও ধরে রাখতে পারছি না যখন লিখছি। যা আমরা পারিনি: আমাদের দেশে এত দুর্যোগ, সিডর, মঙ্গার পরেও পারিনি জাতিগত ভাবে একহতে। অনেকে পারিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে কারন কেউ বলেনি কিংবা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়নি একটি টাকা কিভাবে আরেকজনের জীবনের আমূল পরিবর্তন এনে দিতে পারে। দেশের বাইরে আজ এই অনুষ্ঠান দেখে সিডর আক্রান্ত মানুষের কথা কেন যেন খুব বেশী আজ মনে পড়ছে।

যা সত্যিই আমাদের জন্য শিক্ষার: ফান্ড রাইজিং এ প্রধানমন্ত্রীর অংশগ্রহন করার পরও রাজনীতি নিয়ে একটি কথাও না বলা। দেশের সবচেয়ে বাজে মাতাল সেলিব্রিটিরও নিস্বার্থ অংশগ্রহন, দেশের অনেক স্কুলের ফান্ড রাইজিং এ অংশগ্রহন। সবচেয়ে বড় কথা সবার একসাথে মিলিত হওয়া জাতিগতভাবে এ যেন "মানুষ মানুষের জন্য"। অনুষ্ঠানটি পুরোটা হয়ত দেশ থেকে দেখা যাবে না তবে এর বিশেষ অংশসমূহ ইউটিউব থেকে দেখা সম্ভব, যার লিংক নিচে দেওয়া হল। ভাগ্য ভালো হলে পুরোটা হয়ত পাবেন RED NOSE DAY 2011 সার্চ করে।

অনুষ্ঠানটি থেকে আমাদের অনেক শেখার আছে যা দেখলেই বুঝতে পারবেন। আমার জীবনের দেখা সেরা একটা অনুষ্ঠান। আমরা বাংলাদেশীরা, এই দেশের প্রত্যেকটা মানুষের থেকে অনেক বেশী ইমোশনাল, অনেক বেশী আন্তরীক, কিন্তু কেহই সেটা বের করতে পারে না কারন দিনে দিনে আমরা কেমন যেন হয়ে যাচ্ছি। আর যেন এমন একটা দিনও দেশে না আসে যেখানে একজন বাংলাদেশীকে কয়েকটা টাকার অভাবে মারা যেতে হয়। আমরা যেন পারি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমাদের ভাই বোনদের পাশে।

http://www.rednoseday.com/ http://www.youtube.com/user/BBC View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।