ইস!অল্পের জন্য মিস হলো। । । । ।
। । । । ।
। । । । ।
। । । । ।
। । । । ।
। ।
আমি আগেই বলে রাখি এখানে কোন রাজনৈতিক ইস্যু খোজতে যাইয়েন না।
আমাকে আবার রাজাকার, আলবদর, আলসাম এমন টাইপের কিছু মনে কইরেন না। তাহলে কি আমি শরমে মরে যাব।
। । ।
আমি পাকিস্থানকে ঘৃনা করি, এবং তা মনে প্রান দিয়া করি, (শালা পাকিস্থান)
আমরা একবার পাকিস্থানের সাথে ৬২ রানে (মনে হয়) জিতেছিলাম, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আফসোস করে বলেছিল, ইস! যদি আর বেশি নয়টা রানে হারাতে পারতাম, তাহলে একসাথে দুইটা প্রতিশোধ নেওয়া হয়ে যেত,,,,(৬২+৯)= ৭১ রান,,,,,,,যেমন করে ৭১ এ তাদের হারিয়ে ছিলাম........সত্যিই তাই.....কেন যে সেদিন হলো না।
যেমন আজো ও হলো না,
কি অবাক হচ্ছেন ......... অবাক হবার কিছু নেই............
আমরা যদি আজ তিনটা রান কম করতাম তাহলে আমাদের আরেকটা বিষয়ের সাথে মিলে যেত তাহলে আজ আমাদের হারার শোক, আর বঙ্গবন্ধু কে হারার শোক দুইটা একসাথেই পালন করতে পারতাম....................কেন যে তিনটা রান বেশি হয়ে গেল।
। । । । ।
। । । । ।
। । । । ।
(বগ্ল ভাইরেরা আমারে আবার দ্বিজাতিয় কিছু মনে কইরেন না,)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।