দেশের সর্ববৃহৎ অনলাইন ব্লাড ডিরেক্টরি তৈরীর পরিকল্পনা নিয়ে সম্প্রতি চালু হয়েছে মুক্তধারা ব্লাড ব্যাংক। এই ব্লাড ডিরেক্টরিটি চালু করেছে মুক্তধারা গ্রুপ।
"A Life is Waiting For Your Blood" শ্লোগান নিয়ে এগিয়ে চলছে http://www.muktodharabloodbank.com
সাইটটি ভিজিট করে যা দেখলাম:
* সুন্দর হালকা ডিজাইনের সাইটটি করা হয়েছে রক্তের সাথে মিল রেখে লাল রং দিয়ে। উদ্দেশ্যের সাথে সুন্দর কম্বিনেশন।
* হোম পেইজেই আছে একটা ব্লাড সার্চ ইঞ্জিন।
যদি কারো রক্তের দরকার হয় তাহলে District এবং Blood Group দিয়ে যেকেই খুঁজে পেতে পারে নির্দিষ্ট গ্রুপের রক্ত।
* সার্চ রেজাল্টেই ডোনারের নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল এড্রেস চলে আসে। ফলে সহজেই যেকোন ডোনারের সাথে যোগাযোগ করা যাবে।
* আপনি যদি রক্ত দিতে আগ্রহী হোন তাহলে আপনিও নিবন্ধন করতে পাবেন। এজন্য ক্লিক করতে হবে BECOME A DONER এ
* BLOOD INFORMATION নামে একটা পার্ট দেখলাম এখানে রক্ত সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া আছে।
* কেউ চাইলে রক্তের জন্য অনুরোধ ও করতে পারবে। এজন্য ছোট একটা চ্যাটবক্স ও রয়েছে ডান পাশে।
* ফেইসবুকে তাদের একটা গ্রুপ ও আছে। দেখতে চাইলে ক্লিক করুন এখানে
* এছাড়া আছে একটা ফ্যান পেইজ । সেটা এখানে দেখা যাবে ।
কিছু কথা:
আমার দৃষ্টিতে সাইটিতে কিছু পরিবর্তন আনা যায়। যেমন:
* ব্লাড সার্চ-ইঞ্জিনটার টাইটেল Donor List Search টা পরিবর্তন করে Search For Blood করা যায়। এটা দেখতে আরও সুন্দর দেখাবে।
* রেজিস্টার করার সময় সর্বশেষ কবে রক্ত দিয়েছি তা জানতে চাওয়া হয় (Last Date of Donation)। কিন্তু সার্চ রেজাল্টে এই তথ্যটা দেখানো হয়না।
এটা দেখালে আরও ভাল হত। তাহলে একজন সঠিক রক্তদাতাকে খুঁজে পেতে আরও সহজ হত। এক্ষেত্রে যারা একেবারে নতুন মানে যারা আগে কখন ও রক্ত দেয়নি তাদের জন্য রেজিষ্টার ফর্মে Never একটা অপশন রাখা যায়।
* HOME এবং ABOUT US দুইটা পেইজে একই তথ্য দেখায়। এটা পরিবর্তন করা দরকার।
* Quick Blood Request এই অংশটাকে আরও আকর্ষনীয় করতে হবে। যাতে কেউ অনুরোধ করলে তা যেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিংবা কয়েকদিন সব ভিজিটরের চোখে পড়ে। তাহলে অনুরোধকারী সহজেই সাড়া পাবে।
আমার কথা:
রক্ত শরীরের এমন একটা উপাদান যা শরীরের সকল অংশকে কার্যকরী রাখতে সাহায্য করে। এটার অভাব হলে যে কেউ মৃত্যুর দিকে এগিয়ে যায়।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি তিনমাস পরপর রক্ত দিতে পারে। এতে তার শরীরের কোন ক্ষতি হয়না। তাছাড়া ব্লাড সেলগুলো নতুন নতুন তৈরী হয়। তিনমাস পর এমনিতেই একটা ব্লাডসেল আপনাআপনি নষ্ট হয়ে যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে টান্সফার করতে পারলে হয়তো খোদা চাইলে একজন লোক মৃত্যুর মুখ থেকে বেঁচেও যেতে পারে।
এতে একজন লোকের উপকার ও হল আবার আপনি অনেক সওয়াব ও কামাই করলেন। আর আপনার জন্যতো ঐ লোকের দোয়া আছেই। তাহলে আপনি এমন একটা ভাল কাজ করবেন না কেন ? কর্মেইতো মানুষের পরিচয়।
আমি এ পর্যন্ত ৭-৮ বার রক্ত দিয়েছি। আমার কোন সমস্যা হয়নি।
শুধু প্রথমবার একটু ভয় লেগেছিল। কিন্তু এখন এটা কোন ব্যাপারই না। তবে খেয়াল রাখতে হবে রক্ত নেয়ার সময় যেসব সিরিঞ্জ এবং অন্যান্য সরঞ্জাম পর্যাপ্ত পরিষ্কার আছে কিনা। অন্যের ব্যবহার করা সিরিঞ্জ আপনার জন্য ব্যবহার হচ্ছে কিনা। একটু খেয়াল রাখলে কোন সমস্যা হয়না।
তাই আমার মনে হয় আপনি ও যোগ দিতে পারেন এই মানবিক আহবানে। ভিজিট করতে পারেন http://www.muktodharabloodbank.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।