প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা
বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ
২০৬ রানের ব্যবধানে হেরে ২০১১ বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ দল।
টসে জিতে দক্ষিন আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানান। দলের পক্ষে ওপেনিংয়ে নেমে ৯৮ রানের একটি ভালো সূচনা এনে দেন গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা। ব্যক্তিগত ৪৫ রানে মাহমুদুল্লার বলে বোকা বনে গিয়ে স্টাম্পড আউট হন গ্রায়েম স্মিথ। মূলত জ্যাক ক্যালিসের ৬৯, হাশিম আমলার ৫১ এবং ডুপ্লেসিসের ৫২ রানের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে দক্ষিন আফ্রিকা।
বাংলাদেশ দলের পক্ষে সম্ভব ছিলো আরো কম রানে আফ্রিকাকে বেঁধে ফেলা বিশেষ করে ৪৪ ও ৪৬ ওভারে সাকিব পর পর দু ওভারে দুজনকে আউট করায় সুযোগটা বাংলাদেশের হাতেই এসে গিয়েছিলো। কিন্তু শেষের দিকে শফিউল এবং আব্দুর রাজ্জাকের খরুচে বোলিংয়ের খেসারত স্বরূপ রানের বন্যা থামাতে পারেনি বাংলাদেশ।
জবাবে সতসবে এবং রবিন পিটারসেনের বোলিংয়ের সামনে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ৭৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সতসবে নেন ৩ উইকেট এবং পিটারসেন নেন ৪ উইকেট। দলের সর্বোচ্চ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
৪৯ বলে চারটি চারের সাহায্যে তিনি করেন ৩০ রান।
----------------------------------------------------------------------------------
বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।