আমাদের কথা খুঁজে নিন

   

আমি নয়া আইছি।

The vision never dies....Life's a never ending wheel!

এই মাত্র আইলাম। কুনু কাম-কাইজ নাই, ভাবলাম ফ্রি রেজিস্ট্রেশন টা কইরাই নেই। সবসময় তো ইস্কুল-কলেজ, কোচিং সব জায়গায় রেজিস্ট্রেশন করতে টাকা লাগে। এইখানে ফ্রি....আর আমি ও বাংগালি...দুইয়ে দুইয়ে চাইর মিলা গেলো। তয় ব্লগ লিখতে ব্যাপক আইলসামি লাগে।

আইলসামির কোনো অ্যাওয়ার্ড থাকলে নিশ্চিত আমারে আপনেরা পত্রিকায়/টিভিতে দেখতে পাইতেন। যাই হোক, বহুত লেইখ্যা ফালাইছি। দোয়া কইরেন। আর কাইলকা বাংলাদেশের খেলা....আশা করি জিতমু। দোয়া কইরেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।