আমাদের কথা খুঁজে নিন

   

আ. লীগই উন্নয়ন করে, বাকিরা লুটে খায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করে। বাকি যারা আছে, তারা লুটে খায়।
আজ বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির নেত্রী ও তাঁর পরিবার শত শত কোটি টাকা লুটপাট করে নিয়েছে। তারা লুটপাট করার জন্য আছে।

তারা জনগণকে কিছু দিতে পারে না। কেবল নিতে পারে। ’
জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার জয়ী করতে পীরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সন্তান সজীব ওয়াজেদ জয় এখানে আছে। ’ তাঁর জন্য দোয়া করতে তিনি পীরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।


পীরগঞ্জের মানুষ আগে কখনো এত উন্নয়ন দেখেনি বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারা যাতে অব্যাহত রাখতে পারি, এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। ’ তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সব অসমাপ্ত কাজ করবে।
এর আগে প্রধানমন্ত্রী তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদকে সঙ্গে নিয়ে প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়া ও শ্বশুরবাড়ির সদস্যদের কবর জিয়ারত করেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।