আমার সম্পর্কে লিখতে হলে আগে ভাবতে হবে...ভেবে ঠিক করি তারপর না হয় লিখে জানাব...
এতদিনে আজ আমি সমস্ত চিনেছি তার।
বাহিরে যা ছিল তার অর্ধেক জড়ো করে
মুষ্টি ভিক্ষার মতো করেছি অকৃপন দান।
রক্তিম গোলাপের মতো মুমুর্ষ রাজকুমারীর
দেহে প্রজ্জ্বলিত আলো শোভা পাওয়ার চেয়ে
খানিক সুগন্ধ বাতাসে উড়ে জানায় বিদায়; বলে
ভালোবাসার জন্ম সেখানে, যেখানে করেছ তুমি
ভালোবাসার অসম্মান; গলা টিপে মেরেছ মানুষ্যদেহকে।
তোমাকে ভালোবাসি তাই গোলাপের জন্য দুর-বহুদুর
ঘুরে ফিরে পথের ধারে দেখেছি প্রভাত বেলায়
এক ফোঁটা শিশিরের ধোয়ায় সবুজ গাছের পাতা
আমাকে নয়; তোমাকে দিয়েছে এই শ্রেষ্ঠ উপহার।
আর আমি তোমার জন্য যাযাবর হয়ে ধরনীর বুকে
খুঁজেছি ক্লান্তির শ্রান্তি; ঝর্ণার মতো অঝর ধারায়
দেহের শেষ রক্তবিন্দু করেছি সমার্পন আর তুলসী তলায়
প্রদীপ জ্বেলে ঈশ্বরের সাথে করেছি খেলা, সন্ধাবেলা।
দেখেছো, কোথায় তুমি আর আমি; এর কি শেষ?
তুমিই বুঝ বা আমিই বুঝি, তারপর ভালোবাসার পরে
আমাকে ভালোবেসেও তুমি আমায় ভালোবাসবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।