আমাদের কথা খুঁজে নিন

   

" ম্যায় কারুতো সালা ক্যারেকটার ডিলা হে " " কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে পাপ। "



" ম্যায় কারুতো সালা ক্যারেকটার ডিলা হে " " কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে পাপ। " ক্ষমতাধররা এখনকার কৃষ্ণ । আম থেকে আমি , আমরা ; আমজনতা । আমরা যাই করি তাই ভুল, তাই পাপ । পাপের শাস্তি পাচ্ছি প্রায় প্রতিদিন বাসায়, রাস্তায় , বাসে , বাজারে। বাজারে এত এত গাইড ; এই হওয়ার সেই হওয়ার তাও মাত্র নব্বই দিনে। কিন্তু এত খুজেও ক্ষমতাধর হওয়ার কোন গাইড খুঁজে পেলাম না। যে আম সেই আমজনতাই রয়ে গেলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।