আমাদের কথা খুঁজে নিন

   

নয় মাস পর মুক্ত মাহমুদুর রহমান



গাজীপুর, ১৭ মার্চ (আরটিএনএন ডটনেট)-- দীর্ঘ নয় মাস ১৭ দিন কারাভোগ শেষে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি গাজীপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন। মাহমুদুর রহমান কারাগার থেকে বেরিয়ে আসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা এজেড জাহিদ হোসেন, চলচ্চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, কলামিস্ট ফরহাদ মজহার, সাবেক আইজিপি এমএ কাইয়ুম, কবি আব্দুল হাই শিকদার, জাগপা সভাপতি সফিউল আলম প্রধান, জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে বরণ করে নেন। এরআগে মাহমুদুর রহমানের মুক্তির সংবাদে সকাল থেকেই তার স্বজনেরা, সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী গাজীপুর জেলা কারাগারের সামনে জড়ো হন। উল্লেখ্য, আমার দেশ পত্রিকার প্রকাশক হাসমত আলীর দায়ের করা মামলায় গত বছর পত্রিকা অফিসে রাতভর অবরুদ্ধ করে রাখার পর ২ জুন ভোরে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ওইদিনই একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত হয়রানিমূলকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৪৯টি মামলা হয়েছে। গত বছর ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আবমাননার দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। এ মামলায় তিনি ৭ মাস কারাভোগ করেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।