আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ আয়োজন , ঈদ আয়োজন , ঈদ আয়োজন ! সংকলনঃ পরিবেশ বন্ধু ক্লাসিক (বোনাসঃ রেজা ঘটক ) !

বাংলাদেশ কে ভালোবাসি

ব্লগের নীল পাতা জুড়ে যাদের নিয়মিত বিচরণ তারা সবাই জানেন গত দু দিন ধরে সামু সার্ভার বিদ্ঘুটে আচরণ করছে ! আমরা ব্লগার রা যারা ব্লগিং না করতে পারলে খেতে পারিনা তাদের পর্যবেক্ষন থেকে বেরিয়ে এসেছে সার্ভার নষ্ট হবার ঠিক কিছুক্ষণ আগে ব্লগের দুরন্ত , দূরদর্শী কভিবর মহান বন্ধু পরিবেশ বন্ধু একটি পোষ্ট দিয়েছিলেন যার শিরোনাম ছিলঃ মডু সাহেব সাবধান ! এখন সে শিরোনাম বদলে হয়েছে " আমি কবি শুধুই কবি ! " এই পোষ্টের মর্মার্থ অনুভব করতে পারিনি বলে তখন স্ক্রীনশট রাখা হয় নি ! এই পোষ্টের সেই হুমকির পর আম ব্লগাররা নিখাদ বিনুদুনের আশায় সে পোষ্টে হুমড়ি খেয়ে পড়ে ! তার থ্রেট খেয়ে মডুদের কি অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায় নি , আমরা বিশ্বাসযোগ্য সূত্রের খবরের অপেক্ষায় আছি ! সেই পোষ্টে তিনি মন্তব্য জবাব না দেয়া কালীন অবস্থায় মন্তব্য সংখ্যা ছিল ৯০ এর কাছাকাছি ! উনি মন্তব্য দেয়া শুরু করলে তা ১০০ ছাড়িয়ে যায় , তাই উনি বুঝতে পারেন নি আগে ও মন্তব্য আছে (ওনার আয়োডিন স্বল্পতা আছে ) ! তাই উনি ১০১ থেকেই মন্তব্যে ঊনার বাড়ির ঠিকানা এবং ওনার প্রকাশিত বইয়ের নাম দিতে শুরু করলেন ! অতি আবেগের বশে তিনি পোষ্ট এডিট করে উপরের অংশে নিজের বাড়ির ঠিকানা এবং উনার প্রতিভার বিস্তারিত বর্ণনা করা শুরু করলেন ! ঊনার বাক্য এবং শব্দ গঠনের স্বকীয়তায় আমি প্রতি মিনিটে একবার করে স্পীকার হই ! বাংলা ব্লগিস্ফিয়ারে এই ধরনের বিনুদুনের ঘটনা বিরল !~ আমার ধারণা এই পোষ্ট "অপি আক্তার " আপুর রেকর্ড ভেংগে চুরমার করে দিবে ! এই সেই ঐতিহাসিক পোষ্টঃ Click This Link কভির বিগত কয়েকটি পোষ্টে নীরবে নিভৃতে আমি ওনার আয়োডিনের লেবেল নিয়ে কাজ করছিলাম , কিন্তু উনি আমার কথা মত প্রতিদিন ২ কেজি কাচা লবণ খান নাই বোধ করি ! সেই আড়ালে থেকে যাওয়া পোষ্ট গুলিঃ ১ । Click This Link ২ । Click This Link ৩। Click This Link কভিবরের আরেকটি ঐতিহাসিক পোষ্ট , যা হতে পারতো ব্লগারদের জন্য নিখাদ বিনুদুনের অংশ , কিন্তু পর্যাপ্ত প্রচারণার অভাবে কৈশোরে পোষ্ট টি ভূলন্ঠিত হয়ঃ * Click This Link পরিবেশ বন্ধু এবং সাথে করে হালের সেনশেসান রেজা ঘটক কে নিয়ে আসা কয়েক টি পোষ্টঃ * Click This Link * Click This Link * Click This Link আমি ব্লগের সমস্ত ডাক্তার এবং মানসিক রোগ বিশেষজ্ঞের দৃষ্টি আকর্ষণ করছি , দিন শেষে সহব্লগার বলে কথা ! যদিও উনি আমার প্রেসক্রিপশান অনুযায়ী লবণ খান নি , খেলে আয়োডিনের লেবেল কিছুটা হলেও বাড়তো ! **** পোষ্ট আপডেট হবে , ইহা একটি ঈদ আয়োজন ! নেট স্পীডের চরম দুর্দশার কারণে নিয়ম মাফিক গুছিয়ে লিঙ্ক দিতে পারিনি সাথে ভচের ছবি ও ! পেই সংক্রান্ত কোন পোষ্ট বাদ গেলে কমেন্টে লিঙ্ক দেয়ার জন্য আবেদন করা গেলো ! সার্ভার অথবা নেট স্পীড ঠিক হওয়া মাত্র বন্ধুর চমৎকার ছবি এবং লিঙ্কগুলো মার্জিত ভাবে পেশ করা হবে ! বিনুদুন দীর্ঘস্থায়ী হোক , আগাম ঈদের শুভেচ্ছা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।