ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় ত্রিপুরা রাজ্যের পালাটানায় বিদ্যুৎ কেন্দ্রের জন্য ওডিসি (শুল্ক ছাড়ের আওতায় আনা) মালামাল নিয়ে ভারতীয় পণ্যবাহী জাহাজ গত ৭ দিনে ৩ দফায় আশুগঞ্জ নদীবন্দরে এসে পৌঁছেছে। আজ দুপুর ১২টায় ৩শ ৫০ টন ক্ষমতা সম্পন্ন ১৩০ চাকার ২টি টেইলর দিয়ে এ সব মালামাল জাহাজ থেকে আনলোড করা হয়। এসব টেইলর আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে আনা হয়েছে। এ বিষয়ে আইএল ইন্টারন্যাশনাল শিপিং লাইসেন্সের ব্যবস্থাপনা পরিচালক পাপ্পু সেন জানান, ভারতীয় এবিসি কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের বেলায়েত নেভিগেশনের ৩টি জাহাজ ভাড়া করে কলকাতার ক্ষিদিরপুর নৌ বন্দর থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি যন্ত্রাংশ ৮০ টন করে বিশাল ১০টি কন্টেইনারে ৮শ টন ওজনের যন্ত্রাংশ নিয়ে রওনা দিয়ে গত ৯ মার্চ ১টি, গত ১২ মার্চ ২টি, ১৫ মার্চ একটি ৩ দফায় এসে নোঙ্গর করেছে আশুগঞ্জ নদী বন্দরে। তিনি জানান, আরো ৮২টি ভারতীয় মালবাহী জাহাজ আশুগঞ্জ নদী বন্দরে আসবে। বাকি মালামাল আসতে আরো ৭ মাস সময় লাগবে। ভারতীয় এবিসি কোম্পানির জেনারেল ম্যানেজার এম ত্রিপাটি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ছাড়পত্র পাওয়ার পর এসব মালামাল আগামী ২/৩ দিনের মধ্যে আশুগঞ্জ, আখাউড়া হয়ে ভারতের আগরতলা সীমান্ত দিয়ে এ সব মালামাল ত্রিপুরা রাজ্যে পালাটানায় নিয়ে যাওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।