আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-৮ : মৌন মুখরতা (ঁ)

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ মৌন মুখরতা অ্যালবামঃ আর জানি না (গানটি শুনতে পারেন এখান থেকে) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু .................................................... ক্ষণিকের এই স্তব্ধতা দৃষ্টির নিবদ্ধতা এলোমেলো হাওয়া চুলগুলো নিয়মিত অবাধ্যতা আঙুলের ফাঁকে চারমিনার কেবিনের মাঝে অন্ধকার ।। তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা মৌন মুখরতা এত কাছে তবু অচেনা মুখে আজ কিছু রোচে না বাড়ালেই হাত পাওয়া যায় সংশয় তবু ঘোচে না হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয় ।। এখনও হাত বাড়ালেই পাওয়া যায় ছোয়া যায় আঙুলের পেলোবতা সম্মতির প্রত্যাশায় ইনটিউশন চমকে যায় যদি গড়ি এক তাজমহল এঁকে নেব এক কবিতায় আমারই চোখে মিষ্টি সে রিমঝিম ঝিম বৃষ্টি সে ।। তবুও সে যে না বলাই থাকে হায় বোঝা যায় দু'চোখের নিরবতা নিয়ে যায় কি বারতা মৌন মুখরত গান ভালোবেসে গান-৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।