আমাদের কথা খুঁজে নিন

   

সেই ওয়েস্ট ইন্ডিজের পেছনে আজ গোটা বাংলাদেশ

I am student

স্পোর্টস রিপোর্টার এখনো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দুঃসহ স্মৃতি বারে বারে উঁকি দেয় টাইগারদের মনে। মিরপুরের সেই ম্যাচটি কত যন্ত্রণাদায়ক হয়েছিল তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন সাকিব-তামিমরা। সেই দুর্ভাগ্যজনক ইনিংসের পর অনেক ঝড়-ঝাপ্টা বয়ে গেছে খেলোয়াড়দের উপর। সেখান থেকে ফিরে আসার কৃতিত্ব দিতে হবে দলকে। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সেই দুঃস্বপ্ন কাটিয়ে এখন দেখছে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন।

কিন্তু এখানেও আছে বিপত্তি, ডেথ গ্রুপ হিসাবে পরিচিত বি-গ্রুপের গাণিতিক কারণে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে। এই গ্রুপে শুধু বাংলাদেশ নয়, র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডও রয়েছে দারুণ টেনশনে। শেষ আটে নাম লেখাতে হলে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই গ্রুপের চারটি দলকে। সেই কাতারে রয়েছে বাংলাদেশের নামটি, তবে তাদের জন্য সুসংবাদ হচ্ছে, আজ যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হেরে যায়, তাহলে চোখ বন্ধ করে শেষ আটে যেতে পারবে টাইগাররা। গত বিশ্বকাপের প্রথম রাউন্ডে ভারতকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ হয়েছিল তাদের।

যদিও খেলার ফরম্যাট ছিল একটু ভিন্ন, দ্বিতীয় রাউন্ডে একাধিক ম্যাচ খেলে সেমিফাইনালে যাওয়ার টিকিট কাটতে হত। সেই রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালেও দুর্বল আয়ারল্যান্ডের কাছে হেরে সব স্বপ্ন ধুলিসাৎ হয়েছিল টাইগারদের। এবারে অবশ্য খেলা হবে আউট পদ্ধতিতে । তার আগে অবশ্য বাংলাদেশকে নাম লেখাতে হবে সেই নকআউট রাউন্ডের জন্য। আজ ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে যে খুব বেশি স্বস্তিতে আছে তারা তা নয়। অংকের হিসাবে তাদেরও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে ইংল্যান্ডের। শেষ আটে নাম লেখাতে হলে ইংলিশদের আজ জিততেই হবে। হেরে গেলে বিশ্বকাপের স্বপ্ন আজ চেন্নাই স্টেডিয়ামেই শেষ হবে।

এবারের ম্যাচগুলোতে ঘটছে সব উল্টো ঘটনা। ভারতের ৩৩৯ রান তাড়া করে টাই করা ইংল্যান্ড আবার ৩২৭ রান করেও হেরে যায় আইরিশদের কাছে। তেমনি সেই দলটি বাংলাদেশের বিরুদ্ধে ২২৫ রান করে হেরে যায়। এবারের বিশ্বকাপে বেশ ভালো সময় কাটছে ক্যারিবিয়দের। কেউ কেউ বলছেন, ৭৫ ও ৭৯ এর কাপ জেতা ওয়েস্ট ইন্ডিজের এবারে ভালো সম্ভাবনা রয়েছে কাপ জেতার।

সেটি অনেক দূরের কথা, আপাতত তাদের টিকিট কাটতে হবে কোয়ার্টার ফাইনালের। আজ ইংলিশদের কাছে হেরে গেলে শেষ ম্যাচে ভারতের কাছেও যদি হেরে যায়, আর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারায় তবে ছিটকে পড়বে ক্যারিবিয়রা। র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারত যে খুব বেশি নিরাপদ তা কিন্তু নয়। তারা শেষ ম্যাচে ক্যারিবিয়দের কাছে বিশাল ব্যবধানে হেরে গেলে রান রেটে ইংলিশদের পিছনে পড়ে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়বে। সেক্ষেত্রে আফ্রিকার বিরুদ্ধে জিততে হবে টাইগারদের।

আর ইংলিশদের জিততে হবে আজ (বৃহস্পতিবার)। বি-গ্রুপের প্রত্যেকটি দল যখন নিজেদের অবস্থান নিয়ে শংকায় দিন কাটাচ্ছে, ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে এ-গ্রুপে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা। আজ চেন্নাইয়ে চোখ থাকবে দেশের ১৬ কোটি মানুষের। যে ক্যারিবিয়রা টাইগারদের ৫৮ রানের লজ্জা উপহার দিয়েছিল আজ তাদের সমর্থন দিতে টিভি সেটের সামনে বসে পড়বেন সাকিবরা।

ওপেনার শাহরিয়ার নাফীস অবশ্য এই ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন, 'আমাদের মূল টার্গেট থাকবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। কারণ সেই ম্যাচ জিতলে আমরা চলে যাব কোয়ার্টার ফাইনালে। অবশ্যই আমরা এই ম্যাচের দিকে নজর দিব, কিন্তু ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সেই ম্যাচে আমরা কিছু করতেও পারবো না। যদি জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠি, তাহলে সেই জয়ের অভ্যাসটা পরের ধাপে বেশ কাজে দিবে' -নাফীসের এরকম মন্তব্যের পরও ধারণা করা যাচ্ছে, টাইগাররা আজ প্রার্থনা করবেন ওয়েস্ট ইন্ডিজের জন্য।

ইংলিশদের যেন তারা হারিয়ে দিতে পারে। মাঝে মধ্যে এমন অবস্থা তৈরি হয়, যেখানে শত্রুকেও কখনো কখনো সমর্থন দিতে হয়। ৫৮ রানে লজ্জা দেবার পর সেই দলকে এখন সমর্থন দিচ্ছেন সাকিবরা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।