আমাদের কথা খুঁজে নিন

   

চল ঘুরে আসি ভেজা রাস্তায়.....................প্রাকৃতের গান

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

চল ঘুরে আসি ভেজা রাস্তায় না বৃষ্টি নয়,কুঁয়াশাও নয় চোখের অথবা বন্যার জলেও নয়.... চল খুঁজে ফিরি ভেজা রাস্তায় অসহায় গুটিসুটি সময় আমাদের আহত ক্ষণ আমাদের অজানায় চল ঘুরে আসি ভেজা রাস্তায় চল খুঁজে ফিরি ভেজা রাস্তায়! এঁকেবেঁকে চলে মানচিত্র এপাশ-ওপাশে টানে কালি আমাদের ভেজাক্ষণ নিঃশব্দে শুষে খায় ঘোর চোরাবালি। এখন অনেক রাত দেখছি দুচোখে ঘুমের ঘর বন্ধ আঁধারে চোখ মেলে বসে আলো নেই তাই ভাবি অন্ধ.... না আলো নেই, না আলো নয় আঁধারে চোখ মেলে নষ্ট সময় বেলা-অবেলাও নেই, খালি পায়ে হেটে যায় ভেজা রাস্তায়। চল ঘুরে আসি ভেজা রাস্তায় চল খুঁজে ফিরি ভেজা রাস্তায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।