আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান,ছিনতাইয়ের নতুন কৌশল



সকাল বিকাল বা সন্ধ্যায় কোথায়ও যাচ্ছেন বা অফিস থেকে ফিরছেন এমন সময় হয়তো কেউ একজন আপনাকে পেছন থেকে ডকাছে অন্য কোন নামে । আপনি হয়তো প্রথমে ফিরে তাকাবেন না এটাই স্বভাবিক। কিন্তু ঠিকই সে দৌড়ে আপনার সামনে এসে দাড়াবে এবং বহু দিনের পুরনো বন্ধুর মত আপনাকে খুবই আšরিক ভাবে জড়িয়ে ধরতে চেষ্টা করবে । আপনি তাকে না চেনার কারণে এড়িয়ে যেতে চাইবেন কিন্তু ছিনতাইকারী নাছোড় বান্দা হয়ে আপনার প্রতি হাত বাড়িয়ে দেবে এবং আনাকে বন্ধু বা পরিচিত কোন বড় ভাই অথবা আত্মীয় হিসেবে কথা বলতে চাইবে যেমন ‘আমার এক বন্ধু আছে অবিকল আপনার মত চেহারা , আমি তাকে ভেবেই ভুল করে আপনাকে ডেকেছি, প্লিজ আপনি কিছু মনে করবেন না’ ইত্যাদি সম্ভব হলে এর মধ্যেই আর না হলে আরও কিছু সময় নিয়ে আশে পাশের পরিস্থিতি অনূকলে থাকলেই হ্যান্ডশেকের মত করে আপনার হাতটি তার কোমরে ছোয়াবে যেখানে হয়তো কোন ছুরি বা অন্য কোন অগ্নেয়য়াস্ত্রও থাকপারে এসময় আপনাকে খূব সহজ ভাবেই বলবে যা আছে দিয়ে দেন , তা না হলে বুঝতেই তো পারছেন । এরকম পরিস্থিতিতে আপডনি চিৎকার বা অন্য কোন ভাবে কারও সাহায্য পাবেন না কেননা ইতোমধ্যে ছিনতাইকারী সিন্ডিকেটের অন্য সদস্যরা আপনাকে ঘিরে ধরবে।

তখন বাধ্য হয়েই আপনার সমস্ত জিনিসপত্র ও টাকাপয়সা তুলে দিতে হবে ছিনতাইকারীর হাতে। পথের মাঝে এরকম বিপদ এড়ানোর জন্য সহজ উপায় হল পথের মাঝে অপরিচিত কেউ যতই ডাকুক বা আপনার বন্ধূ বা শোভাকাঙ্খী বলে পরিচয় দিক আপনাকে অবশ্যই এদের কে এড়িয়ে চলতে হবে । তা না হলে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশী থেকে যাবে । যা থেকে ঘটে যেতে পারে ভয়ংকর কিছু । তার চেয়ে বরং সাবধান থাকাই তো ভাল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।