ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । গতদিনের EURUSD এর আচরন অনেকটা Neutral বলা চলে। তবে গতদিন ( ৪ মার্চ) EUR/USD একটি Temporary Low তৈরি করেছে। যেহেতু এখন পর্যন্ত 1.3161 এর Key Resistance ব্রেক করেনি তাই ধরে নেয়া যায় এই পেয়ার এখনো বেয়ারিশ মুড এ আছে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে 1.2997 এর ব্রেক EUR/USD কে আরও অনেক নিছে নিয়ে যেতে পারে যা 1.2661 এর Key Support কে টেস্ট করতে পারে। আবার 1.3161 এর ব্রেক Bottom তৈরি করে Upside Recovery তৈরি করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।