দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
অটোয়া, কানাডা থেকে সাইফুল ওয়াদুদ হেলাল: আগামী ২৬ মার্চ আমেরিকার অস্টিন, টেক্সাস থেকে প্ররীক্ষামূলক ভাবে সম্প্রচারিত বিদেশ টিভি'র আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ দিন সন্ধ্যে সাাড়ে সাতটায় অস্টিন শহরের মেক্সিকান আমেরিকান থিয়েটারে বিদেশ টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা ও মাই টিভি'র মহা পরিচালক বৃন্দ। অনুষ্টানটি ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিদেশ টিভি থেকে(http://www.bdeshtv.com) সরাসরি ওয়েবকাস্ট করা হবে।
আমেরিকার অস্টিন, টেক্সাস হতে এক দল বাংলাদেশী আইটি বিশেষজ্ঞদের একান্ত উদ্দোগে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা এক দল সৃজনশীল নন রেসিডেন্ট বাংলাদেশীদের সহযোগীতায় বিদেশ টিভি গত ১৬ ডিসেম্বর থেকে নিয়মিত ভাবে এতদিন পরীক্ষামুলক সম্প্রচার করে আসছিল। উদ্দোক্তাদের পক্ষ হতে বলা হচ্ছে বিদেশ টিভি হচ্ছে দেশ ও দেশের বাইরে বিশ্বের তাবৎ বাংলা ভাষা ভাষীদের এক অনন্য প্লাট ফর্ম। প্রবাসে ছড়িয়ে পরা বিশ্ব বাঙালির মিলন স্থল।
মুক্তি যুদ্ধের চেতনায় উদ্ভাসিত এক দল বাংলাদেশী তরুন প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞদের নিজেদের উদ্ভাবিত অভি প্লাটফর্মে বিদেশ টিভি হবে আজ আগামী দিনের টিভি+ অর্থাৎ টেলিভিশন ও আরো কিছু। বিশ্বের যে কোন প্রান্ত হতে ইন্টার নেটের মাধ্যমে বিদেশ টিভির অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে চাইলে এই ঠিকানায় যেতে পারেন।
http://www.bdeshtv.com
আরো জানতে Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।