আমাদের কথা খুঁজে নিন

   

ড. মুহাম্মদ ইউনুসই গ্রমীন ব্যংকে থকছেন।



ঢাকা, ১৫ মার্চ (শীর্ষ নিউজ ডটকম): নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এ সময় পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতার ওপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সভাপতিত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে সকাল সোয়া ৯ টায় শুনানি শুরু হলে রিটকারীর পক্ষে ড. কামাল হোসেন বক্তব্য উপস্থাপন করেন। সংক্ষিপ্ত শুনানির পরেই আদালত আদেশ প্রদান করেন।

ড. কামাল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংক এ দেশের গরীব-দুঃস্থদের ব্যাংক। এর ৭৫ ভাগ শেয়ার হোল্ডার গরীব-দুঃস্থরা। এ ধরনের একটি প্রতিষ্ঠানকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা হাইকোর্টে রুল চেয়েছিলাম। কিন্তু তিনদিন শুনানি গ্রহণ করার পরও রুল দেয়া হয়নি।

এক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। হাইকোর্টের আদেশের সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত শুনানি মুলতবির আবেদন জানান তিনি। পরে আদালত থেকে বের হয়ে ড. কামাল সাংবাদিকদের বলেন, শুনানি মুলতবি করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিচারাধীন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূস স্বপদে বহাল থাকবেন।

অন্যদিকে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় থাকবে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়ার আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট ৮ মার্চ খারিজ করে হাইকোর্ট। তিনদিন শুনানি গ্রহণ শেষে বিচারপতি মমতাজ উদ্দিন এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ইউনূসের আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়ে শুনানির জন্য ১৫ মার্চ তারিখ নির্ধারণ করেন। ওইদিন সকালেই ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সংশ্লিষ্ট শাখায় দু'টি আপিল আবেদন দাখিল করেন।

আবেদনে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিতাদেশ ছাড়াও আপিলের অনুমতি চাওয়া হয়। প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূস এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৯ সদস্য গত ৩ মার্চ হাইকোর্টে পৃথক ২টি রিট দায়ের করেন। (শীর্ষ নিউজ ডটকম/জেডএইচ/টিএইচ/০৯:৪৫ঘ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।