সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। শেষ ম্যাচেও জয়টা হাতছাড়া হলো না শ্রীলঙ্কার। কলম্বোয় আজ দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে হারিয়েছে স্বাগতিকেরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতল ৪-১-এ। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩০৭ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে লঙ্কান বোলারদের তোপে পড়ে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার বড় সংগ্রহের কারিগর ছিলেন তিলকরত্নে দিলশান। তবে উদ্বোধনী এই ব্যাটসম্যান ফেরেন ১ রানের ‘আক্ষেপ’ নিয়ে। দিলশানের ১১০ বলে ৯৯ রানের ইনিংসে ছিল ১৩টি চারের মার। লাহিরু থিরিমান্নে ও কুমার সাঙ্গাকারাও কম যাননি।
ছয়টি চার আর এক ছক্কায় ৯৩ বলে ৬৮ রান করেন থিরিমান্নে। ব্যাটে ঝড় তোলে ৪৫ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন সাঙ্গাকারা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২টি চার দিয়ে। সাঙ্গাকারার সঙ্গে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সংগ্রহ ২৩ রান।
শ্রীলঙ্কার পতন ঘটানো চারটি উইকেট ভাগাভাগি করে নেন মরকেল, তোতসোবে, ম্যাকক্লারেন ও ফাংগিসো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।