দ্রোহের আগুনে উঠুক জ্বলে
স্বপ্ন ডানা
উড়তে মানা।
উড়তে গিয়ে
হঠাৎ ভুলে
মুখ থুবড়ে
পড়তে মানা ।
রোজ সকালে
স্বপ্ন চোখে
কল্পলোকে
ঝিলের ধারে
ঘাসের আড়ে
লুকিয়ে তোকে
দেখতে মানা ।
অথবা সেই
চাঁদের রাতে
হাতটি হাতে
অচীন পথে
নেই ঠিকানা ।
সেই ঠিকানায়
কোন অচেনায়
তুমি আমি
চলতে মানা ।
পথ পেরিয়ে
তেপান্তরে
ঝড় তুফানো
সঙ্গী করে
কষ্ট ব্যাথা
বক্ষে ধরে
হাঁটতে মানা ।
কোন অচেনা
সেই সে তাহার
হাতখানি তাই
ধরতে মানা ।
তাই ছোঁবনা
মনটা তোমার
মনের কথা
পড়তে মানা
ছুটছি শুধু
দূর অজানা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।