আমাদের কথা খুঁজে নিন

   

সেই অপেক্ষায়

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব।

জালিম জমিদার বাড়ির অন্দরমহলের মত ঘোর অন্ধকার রাতে, টাঙ্গুয়ার হাওরে যে ডানাবিহীন ডিঙি নৌকাটি ভাসছিল- ঐযে যেটার উপর কিছু আধমরা কাশ মৃত্যুভয়ে হাসছিল সেই ডিঙির চামচ দিয়ে একচামচ চাঁদের আলো তুলে দিয়েছিলে- নোনতা স্বাদের, আমার তৃষ্ণার্ত সাহারার মত শুষ্ক পাতে। অ-ধোয়া হাতে চেটেপুটে খেয়েছি, বিলাসীতা ঠেকেছিল জগত- ডুবে থাকা পায়ে মৃদু ঠোকর মেরে খলসে মাছগুলোর নৈশভোজের নিমন্ত্রণ, ঘুমিয়ে পড়া সারসগুলোর আত্মদাহের প্রতিজ্ঞায় সগর্বে আত্মসমর্পণ খেয়াল করিনি কিছুই, শাপলাপাতা দিয়ে বাতাস করছিলে যে- ভেবেছি এবার মুছবেই সে ক্ষত, ফু দিয়ে পালক উড়ানোর মত। ঘুমভাঙা চোখে আবার অপেক্ষা শুরু, সেই রাতের জন্য- আবার কবে পূর্ণিমা! সেই স্বপ্নটা বেঁচে আছে কি? এত যত্নে রেখেছি! স্বপ্নটা বেঁচে থাকবে, তাই না? এই ব্যস্তবাসে তুমি আবার আসবে, এবার হাতে তুলে খাবো সেই অপেক্ষায়, তুমি সদাই করো, সাজাও স্বপ্নের পণ্য। ৩০/০৭/১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।