আমাদের কথা খুঁজে নিন

   

আর আসিস না বাহে ! তুই আমরিকাত যা !

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা

সজীব ওয়াজেদ জয় তাঁর স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ওয়াজেদকে নিয়ে আজ বুধবার দাদাবাড়ি রংপুরের পীরগঞ্জে যান। সেখানে এক জনসভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন, ‘মুই ফির আসিম’ (আমি আবার আসব)। - প্রথম আলো ঘরের ছেলে ঘরে ফিরে আসবে তাতে কাররি আপত্তি থাকার কথা না। কিন্তু তবু ফেরার প্রস্নে মানুষ ভিন্ন ভাবনা ছাড়তে পারছে না কারন এই ফেরা হতে পারে "ভোটের ফেরা", সেই প্রসঙ্গে পাঠকের মন্তব্য গুল একটু দেখে নেই- "আর আসিস না বাহে ! তুই আমরিকাত যা !" "হামরা না চাইলেও তোমরা এলা বারেবারে আসমেন, গাঁও গেরামের মানুষ হইলেও বোজা যায় সামনোত ভোট !!!" "পেখম লাগালেই ময়ূর হয়না" "এর আগে দুপুর সোয়া ১২টার দিকে হেলিকপ্টারে করে পীরগঞ্জে যান জয়। Point to be noted...হেলিকপ্টার এর জ্বালানী খরচ কে দিলো ? সরকার প্রধানমন্ত্রীর জন্য ব্যয় করতে পারে কিন্ত প্রধানমন্ত্রীর ছেলে তো প্রধানমন্ত্রী নন।

" আর সেই সাথে ওয়াজেদ সাহেবের প্রতি সমর্থন রেখেও অনেকে মন্তব্য করেছেন- "আমাদের দেশে এমন ছেলে এখন বড়ই দরকার, জনতার ভালবাসার ভোটে করবে সরকার। করিবে দেশ সেবা নিজের যোগ্যতা বলে, এগিয়ে যাবে দেশ এমন সরকার পেলে। " "সোনার ছেলে দাদার মতন"(একটু বেশি তেল হইয়া গেছে ) "জয়ের তেমন কোন বদনাম নেই কিন্তু, বাংলাদেশের রাজনীতিতে তাকে আরও পরীক্ষিত হতে হবে। নীতির প্রশ্নে, দক্ষতার প্রশ্নে, নির্লোভ হবার ক্ষেত্রে, বাংলাদেশকে ভালোবাসার ক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে হবে। অ্যাতো সহজে তাকে বিম্বাস করলে আমরা আরেকজন তারেক জিয়া পেয়ে যাব তাতে কোন সন্দেহ নাই।

" "বাংলাদেশের মানুষের এমন একজন তরুন শিক্ষিত লোককেই বর্তমানে বড় বেশি দরকার। তবে বঙ্গবন্ধুর নাতি হিসাবে তার কাছে মানুষের প্রত্যাশা একটু বেশি। আসা করি সেইসব চিন্তা করে বুঝে শুনে কাজ করবেন। দেশের মানুষের জন্য কাজ করলেও দেশের মানুষ ও তার প্রতিদান দিবে। " =========================================== আসলেই জনগন ব্যাপক বুঝে, ওয়াজেদ সাহেব যদি একটু কষ্ট করে বিজ্ঞ পাঠকের মন্তব্যগুলো পড়েন তাহলে উনার রাজনৈতিক ক্যারিয়ার এর এক গুরুত্বপূর্ণ পাঠ হয়ে যাবে বলা যায়।

আর সেই সাথে কমেন্টগুলোতে লাইক ডিসলাইক এর পরিসংখ্যান দেখলে অবশ্য এই মুহূর্তে রাজনীতির মোহভঙ্গ ঘটতে পারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।