বুধবার বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চতুর্থ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এরপর এডিন জেকোর দুটো এবং মিকা রিচার্ডস ও আলেকসান্দার কোলারভের একটি করে গোলে ৩৬ মিনিটের মধ্যে ব্যবধান ৫-০ হয়ে যায়।
তবে এরপরই জ্বলে ওঠে ইতালির অন্যতম সফল ক্লাব মিলান। ৩৭ ও ৩৯ মিনিটে স্তেফান এল শারাউইয়ের দুটো এবং ৪৩ মিনিটে আন্দ্রিয়া পেতানিয়ার এক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দু দলের সামনেই অবশ্য সুযোগ এসেছিল। কিন্তু আন্দ্রিয়া পোলির শট ম্যান সিটির গোলরক্ষক জো হার্ট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন, আর ম্যান সিটির আলভারো নেগ্রেদোর শট ফিরে আসে ক্রস বারে লেগে।
ফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ স্বাগতিক বায়ার্ন ও ব্রাজিলের সাও পাওলোর বিজয়ী দল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।