ফিলিপসের ৪০ ইঞ্চি (কোনাকুনি) লেড ব্যাকলাইটের এলসিডি মনিটরের বিজ্ঞাপন আজকের ডেইলি স্টারের ২০পাতায় ডান কোণে আছে, ১৮ কিস্তিতে ০% সুদে মাসিক ১০,৮৩৪ টাকায় পাওয়া যাবে। তার মানে ১০৮৩৪X১৮=১,৯৫,০১২ টাকা, নগদে নিলে বা ১৮ কিস্তিতে নিলে। কিস্তির জন্য কাগজপত্র, গ্যারান্টর, অগ্রিম ব্ল্যাংক চেক ইত্যাদি অনেক কিছুর ঝামেলা থাকে। বিজ্ঞাপনে কোন ওয়েব এড্রেস নাই, ফোন নাম্বার ৮৮৫৫৩৬৬-৮ এ করলে কেউ ধরে না।
নেট থেকে জানা গেল এই টিভির বাজার মূল্য ৭৯৫ পাউন্ড (১১৫.২৪ টাকা হারে প্রায় ৯২,০০০ টাকা), আমাজন ইউকে ও বেস্ট বাই এ দাম ৫০০ পাউন্ড (প্রায় ৫৮,০০০ টাকা), ইলেক্ট্রিকাল এক্সপেরিয়েন্স ও সিম্পলি ইলেক্ট্রিকালে ৫৭৫ পাউন্ড, জন লুইসে ৬৪৯ পাউন্ড। তার মানে বাংলাদেশে দাম নেয়া হচ্ছে দ্বিগুণের ও বেশী। এই ডাকাতির কারণ কি? আমাদের আয় কি ইউরোপিয়ানদের থেকে বেশী?
Philips 40PFL5605
1920 x 1080 Pixel 100Hz LCD HDTV
LED Backlighting
Response Time 2ms
2.1 Built-in Sound System 40W
Excellent input lag in Game mode
Con:
Menu system is slow to respond
No Freeview HD tuner
No internet capability or DivX
Not DLNA compliant
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।